অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে রাষ্ট্রপতি ভবনের উদ্যানের পর এবার বদলে গেল দিল্লি বিশ্ববিদ্যালয়ের মুঘল গার্ডেনের নাম।
রাজধানী দিল্লিতে সম্প্রতি রাষ্ট্রপতি ভবন চত্বরে অবস্থিত উদ্যান ‘মুঘল গার্ডেন’-এর নাম পরিবর্তন করে ‘অমৃত উদ্যান’ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকার। এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে অবস্থিত ‘মুঘল গার্ডেন’-এর নাম পরিবর্তন করে ‘গৌতম বুদ্ধ শতবর্ষ উদ্যান’ করা হল। গতকাল (সোমবার) এক কর্মকর্তা এ তথ্য জানান। দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফাইতে বলেছে উদ্যানটি মুঘল স্টাইলে ছিল না।
প্রসঙ্গত, গত (শনিবার) রাষ্ট্রপতি ভবন তার বিখ্যাত মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে ‘অমৃত উদ্যান’ করেছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতি ভবনের ‘মুঘল গার্ডেন’ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্যানের নামকরণের সময়টি কেবল একটি কাকতালীয় এবং দীর্ঘ আলোচনার পরে উদ্যান কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। রেজিস্ট্রার বিকাশ গুপ্তা এক বিজ্ঞপ্তিতে বলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত কর্তৃপক্ষ ভাইস রিগাল লজের সামনে অবস্থিত উদ্যানের কেন্দ্রস্থলে গৌতম বুদ্ধের মূর্তিসহ গৌতম বুদ্ধ শতবর্ষী উদ্যানের নাম অনুমোদন করেছে। গৌতম বুদ্ধের মূর্তি কমপক্ষে ১৫ বছর ধরে উদ্যানে রয়েছে।
এক কর্মকর্তা বলেন, উদ্যানটি মুঘলদের দ্বারা নির্মিত হয়নি বা এটি মুঘল উদ্যান শৈলীর নয়। মুঘল উদ্যানগুলো সাধারণত ইরানী স্থাপত্যের উপর ভিত্তি করে তৈরি, যেখানে জলের স্রোত, সেইসাথে ফোয়ারা এবং জলপ্রপাত রয়েছে।
অন্যদিকে, সম্প্রতি বিজেপিসাসিত মধ্য প্রদেশের হোশাঙ্গাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে ‘নর্মদাপুরম’ করা হয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকার হোশাঙ্গাবাদ জেলার নাম নর্মদাপুরম ঘোষণা করার পর থেকেই হোশাঙ্গাবাদ রেল স্টেশনের নাম পরিবর্তন করে নর্মদাপুরম করার দাবি ওঠে। এরপরে স্টেশনটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত সম্বলিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যটিতে এর আগে ২০২১ সালে হাবিবগঞ্জ রেল স্টেশনের নাম পরিবর্তন করে রানী কমলাপতি স্টেশন করা হয়েছিল।
এর আগে বিজেপিশাসিত উত্তরপ্রদেশের ফৈজাবাদ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে অযোধ্যা ক্যান্ট, মুঘলসরাই জংশনের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় জংশন, ইলাহাবাদ জংশনের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ জংশন করা হয়েছে।
Leave a Reply