অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরব ও মিশরের সঙ্গে তেহরানের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে চেষ্টা চালানোর জন্য ইরাককে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
তিনি বলেছেন, আঞ্চলিক ও মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে লক্ষ্য ইরান নির্ধারণ করেছে তার অংশ হিসেবে আমরা সৌদি আরব ও মিশরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাকে স্বাগত জানাই।
ইরাক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (বুধবার) বাগদাদে তার ইরাকি সমকক্ষ ফুয়াদ হোসেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে তেহরানকে সহযোগিতা করার জন্য ফুয়াদ হোসেইন ও তার সরকারকে ধন্যবাদ জানান।
বর্ণবাদী ইসরাইল সরকারকে স্বীকৃতি প্রদান এবং ইরানের সাবেক স্বৈরশাসক পাহলাভি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার জের ধরে ১৯৮০ সালে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মিশর। অন্যদিকে প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর একদল ইরানি বিক্ষোভকারী তেহরানস্থ সৌদি দূতাবাসে হামলা চালালে ২০১৬ সালের জানুয়ারি মাসে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।
এরপর ইরানের বিরুদ্ধে সংঘাতপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করে সৌদি আরব। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানবিরোধী কঠোর নীতি গ্রহণ করলে সৌদি সরকার ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে তেহরানের সঙ্গে চরম বিদ্বেষী আচরণ করে।
তবে এরইমধ্যে রিয়াদের সঙ্গে তেহরানের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয় ইরাক সরকার। বিগত দুই বছরে বাগদাদে ইরাক ও সৌদি প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে।
এই প্রেক্ষাপটে গত সপ্তাহে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাগদাদ সফর করে যাওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাগদাদ সফরে গেলেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাগদাদ সফরে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলে গণমাধ্যম থেকে প্রকাশিত খবরে জানা গেছে।
Leave a Reply