অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তিতে শিগগিরই রাশিয়ার ফিরে আসার সম্ভবনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সোমবার (৪ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর একথা বলেন তিনি। জাতিসংঘ বলছে, চুক্তিতে রাশিয়া ফিরলে ইউক্রেনীয় শস্য বাজারে আনার মাধ্যমে বিশ্বে খাদ্য সংকটের তীব্রতা কমানো সম্ভব হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জুলাই মাসে কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে রাশিয়া। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর গত বছর মস্কোকে এই চুক্তিতে রাজি করানোর ক্ষেত্রে এরদোয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবারও তুর্কি প্রেসিডেন্ট ও জাতিসংঘ পুতিনকে চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
২০২২ সালের পর প্রথমবার পুতিনের সঙ্গে সশরীরে সাক্ষাতের পর এরদোয়ান বলেছেন, তুরস্ক মনে করে এমন একটি সমাধানে পৌঁছানো সম্ভব যা অল্প সময়ের মধ্যে প্রত্যাশা পূরণ করবে।
তিনি আরও বলেন, রাশিয়ার প্রত্যাশা সবার জানা। ত্রুটিগুলো দূর করা উচিত। তুরস্ক ও জাতিসংঘ রাশিয়ার উদ্বেগ কমাতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করেছে।
পুতিন বলেন, রাশিয়া শস্য চুক্তিতে ফিরে আসতে পারে। যদি পশ্চিমারা রাশিয়ার খাদ্য ও সার রফতানির সুবিধার্থে জাতিসংঘের প্রস্তাবিত পৃথক সমঝোতার শর্ত পূরণ করে।
এরদোয়ানের পাশে দাঁড়িয়ে পুতিন আরও বলেন, রাশিয়া চুক্তিতে ফিরে আসতে পারে। যদি পশ্চিমারা রাশিয়ার কৃষি রফতানিকে বৈশ্বিক বাজারে পৌঁছাতে বাধা না দেয়।
মস্কোর অন্যতম প্রধান দাবি হলো রাশিয়ার কৃষি ব্যাংককে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের সঙ্গে পুনরায় সংযুক্ত করা। আগ্রাসনের প্রতিক্রিয়ায় আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞার অংশ হিসেবে ২০২২ সালের জুনে সুইফট ব্যবস্থা ব্যবহারে রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন।