অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লিবিয়া থেকে সাগর পথে ইতালি পৌঁছার পর দুর্বল হয়ে মারা গেলেন বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ইতালির বর্ডার এলাকায় দালালদের একটি সেভ রুমে তিনি যান।
মৃত আবু তালহা (২৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামের খলিল মিয়ার ছেলে এবং সৎপুর কামিল মাদ্রাসার অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।
পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ানম্যান আব্দুল ওয়াহিদ মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
মৃতের আত্মীয় জাউয়াবাজার এলাকার খালেদ খান ও বিহাই গ্রামের নবের হোসেন জানান, কিছুদিন আগে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়াতে পৌঁছান আবু তালহা। লিবিয়া থেকে সাগর পথে ইতালি পৌঁছার পর অতি দুর্বল অবস্থায় বৃহস্পতিবার দালালদের সেভ রুমেই মারা যান তিনি। বিকেলে মৃত্যু সংবাদটি গ্রামের বাড়িতে পৌঁছায়।
স্বপ্নের দেশ ইতালিতে ঠিকই পৌঁছেছেন আবু তালহা। কিন্ত দেশে ফিরবেন লাশ হয়ে বলে দুঃখ প্রকাশ করেন তার স্বজনরা।
Leave a Reply