অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরায় ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের দায়ে হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর গালিব এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মেজর গালিব জানান, ২০১৯ সালে হাবিবুর রহমান ‘বনলতা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি ভুয়া এনজিও খুলে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যান। পরবর্তীতে কয়েকজন গ্রাহক র্যাবের কাছে অভিযোগ দায়ের করলে র্যাব বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, হাবিবুর রহমান সাতক্ষীরা সদর থানা এলাকায় আত্মগোপন করে বসবাস করে আসছেন। একপর্যায়ে সোমবার রাতে শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে ভুয়া এনজিও পরিচালনাকারী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
মেজর গালিব আরও জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে হাবিবুর রহমান নামের ওই ব্যক্তি বিশ্বের সবচেয়ে বড় কোরআন শরীফ হাতে লিখেছিলেন বলে দাবি করেছেন। তার লেখা কোরআন শরীফ সাতক্ষীরার একটি মসজিদ কমপ্লেক্সে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। যা বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়েছে।
Leave a Reply