অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার অবস্থান লক্ষ্য করে মিগ-২৯ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়েন এক ইউক্রেনীয় পাইলট। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এক পোস্টে দেখা গেছে, সান্তা ক্লজের লাল টুপি মাথায় দিয়ে যুদ্ধ বিমানটি পরিচালনা করছেন তিনি। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইনস্টাগ্রামের ইতোমধ্যে ২ লাখের বেশি মানুষ দেখেছেন ভিডিওটি, পাশাপাশি মন্তব্যও পড়েছে বেশ। পাইলটকে উদ্দেশ করে একজন লিখেছেন, ‘শত্রুকে পরাজিত করতে এই বছর আপনি শতভাগ নির্ভুল হামলা চালান।’
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে কিয়েভের যোদ্ধারা। পশ্চিমা সামরিক সহায়তায় রুশ সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করছে তারা।
Leave a Reply