অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আলকায়েদার উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে ঘর ছাড়ার অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার সায়দাবাদ বাসটার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়।
এবিষয়ে আজ সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলকায়দার উগ্রভিডিও দেখে তারা আসক্ত হয়ে পড়েন। একসময়ে সেখান থেকে তাদের মধ্যে যোগাযোগ ও পরিচয় হয়। পরে সবাই এক সাথে ঘর ছাড়ার পরিকল্পনায় বেড়িয়ে পড়েন। এ ক্ষেত্রে একজন প্রবাসীর ইন্ধনের প্রমান পেয়েছে পুলিশ। এই সংঘবদ্ধ গ্রুপটি কয়েকদিন কক্সবাজারের টেকনাফ অবস্থান শেষে ঢাকায় ফিরলে গ্রেফতার করে পুলিশ। পলাতক অবস্থায় বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা ছিল বলেও জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসির কর্মকর্তারা
Leave a Reply