অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রচণ্ড ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ায় আন্তর্জাতিক ত্রাণ পৌঁছে দেয়ার স্বার্থে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়া যখন নয় বছরের গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছিল তখন সোমবারের ভূমিকম্প আঘাত হানে যাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। সেইসঙ্গে দেশটির অবকাঠামোর ভয়াবহ ক্ষতি হয়েছে।
কানয়ানি বলেন, দ্রুততম সময়ের মধ্যে যাতে ভারী যন্ত্রপাতি দিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত ভবগুলোর ভেতর উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো যায় সেজন্য সিরিয়ার ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি। বিশ্বের দেশগুলোর উচিত ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করা।
২০১১ সালে সিরিয়ায় পশ্চিমা মদদে ভয়াবহ দাঙ্গা ও সহিংসতা শুরু হওয়ার পর দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে শুরু করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। এসব নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার পক্ষে জরুরি পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে না। ফলে দেশটির জনগণকে খাদ্য, ওষুধ, স্বাস্থ্যসামগ্রী, গ্যাস ও বিদ্যুৎ সেবা পেতে বেশ বেগ পেতে হচ্ছে।#
Leave a Reply