অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দামেস্কের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে উঠেপড়ে লেগেছে তুর্কিয়ে। বছরের পর বছর ধরে সিরিয়ার বিরোধিতা করা এবং সেদেশের সরকার বিরোধীদের পক্ষ নেয়ার পর এখন তুর্কিয়ে দামেস্কের সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া হয়ে উঠেছে ।
সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারা দামেস্কের সাথে সম্পর্ক স্থাপনের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্যদের প্রায় সবাই যত দ্রুত সম্ভব সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনে তাদের আগ্রহ প্রকাশ করেছে।
গত সপ্তায় মস্কোয় সিরিয়া, রাশিয়া এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীগণ বৈঠক করেছেন। ওই বৈঠকে প্রধানত সিরিয়ার সংকট সমাধানের উপায় নিয়েই পর্যালোচনা হয়। বৈঠকে তার পাশাপাশি গুরুত্ব পেয়েছিল উদ্বাস্তু সমস্যা এবং সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়গুলো। দামেশক ও আঙ্কারার কর্মকর্তাদের মধ্যে এরকম আনুষ্ঠানিক বৈঠক বিগত ১১ বছরের মধ্যে এই প্রথম অনুষ্ঠিত হলো।
তুর্কি প্রেসিডেন্ট আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে রাশিয়া, সিরিয়া এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠকও চলতি বছরেই অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
তুরস্ক একদিকে সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। অপরদিকে তুর্কি সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের অজুহাতে ঘাঁটি গেড়ে সেখান থেকে অভিযান চালিয়ে যাচ্ছে।
যদিও তুরস্ক এখন পর্যন্ত ওই অভিযান থেকে বিশেষ কিছু অর্জন করতে পারে নি। সেই চোরাবালি থেকে বেরিয়ে আসার জন্যই হয়তো সিরিয়ার সাথে সম্পর্ক স্থাপন করতে চাইছে তুরস্ক।
Leave a Reply