অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত সোনালী ব্যাংকে চুরি করতে আসা জালাল আহমদ নামের এক যুবক আটক হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের ম্যানেজার মো. দিলশাদ আলী।
তিনি বলেন, রাতে চুরি করতে আসা এক যুবককে ব্যাংকের ভেতরে দায়িত্বরত আনসার সদস্যরা আটক করে। খবর শুনে দ্রুত সেখানে যাই। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্যাংকে দায়িত্বরত আনসার সদস্য নজরুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে হঠাৎ জোরে আওয়াজ আসে আমাদের কানে। আমরা দুজন আনসার সদস্য ব্যাংকের ভিতরে ছিলাম। দ্রুত ওইদিকে যাই। তখন শৌচাগারে ঢুকতে চাইলে ভেতর থেকে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা খুলে না দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দেই। পরে ওই চোরকে আটক করি।
চোরের স্বীকারোক্তি অনুযায়ী আনসার সদস্যরা জানান, তার সঙ্গে আরও দুই-তিন জন ছিল। তবে তারা পালিয়ে গেছে।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
Leave a Reply