অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জরিমানা এবং তার বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে বেশি গতিতে গাড়ি চালানোর অপরাধে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে হিরো আলমের গাড়ি আটকে এই দণ্ড দেওয়া হয়।
জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক এম মুখলিছুর রহমানের দেওয়া উপহারের গাড়ি নিতে চুনারুঘাট যাচ্ছিলেন হিরো আলম। পথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়। এজন্য নির্ধারিত সময়ের অনেক পরে চুনারুঘাটে পৌঁছান হিরো আলম। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে উপহারের মাইক্রোবাস গ্রহণ করেন হিরো আলম।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মাঈনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থানার সামনে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের টয়োটা এক্স-ফিল্ডার গাড়িটি ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। ওই সময় গাড়িটি আটকের পর আড়াই হাজার টাকার মামলা দেওয়া হয়।
Leave a Reply