19 Apr 2024, 09:39 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার একসঙ্গে ১০০টি ব্রিজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকালে রাজধানীর উত্তরার আজমপুর থেকে গাজীপুরের টঙ্গী পর্যন্ত বিআরটি প্রকল্পের ঢাকামুখী দুটি লেনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি প্রায় ৮০ শতাংশ। আগামী মে থেকে জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্পটি উদ্বোধন করা হবে। আর আগামীকাল একসঙ্গে ১০০টি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

গাজীপুরের মানুষের দুর্ভোগ কমানোর জন্য ঢাকামুখী লেন খুলে দেওয়া হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এই প্রকল্প নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু সরকার কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিয়েছে।’

‘২ দশমিক ৩ কিলোমিটার দৈর্ঘ্যের ১০ লেনের ফ্লাইওভার ও ঢাকামুখী দুটি লেন যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। আশা করি, এটি কিছুটা হলেও মানুষের কষ্ট কমবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘২৬ নভেম্বর কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ পাশের টিউবের সমাপনী উদযাপন কাজ করা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন।’

২০২৩ সালের শেষের দিকে অথবা ২০২৪ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা নতুন কোনো প্রকল্প হাতে নিচ্ছি না। যেগুলো চলমান তা বাস্তবায়ন করছি।’

এসময় অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্ল্যাহ খানসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও বিআরটি প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামীকাল একসঙ্গে ১০০ ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী