অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাস্টমস বিভাগের প্রধান গত পাঁচ মাসে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য দেশগুলোর সাথে ইরানের তেলবহির্ভূত বাণিজ্য বৃদ্ধির কথা জানিয়েছেন।
ইরানের কাস্টমসের মহাপরিচালক ‘মোহাম্মদ রেজওয়ানিফার’ ঘোষণা করেছেন: ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সাথে ইরানের তেলবহির্ভূত বাণিজ্য এই বছরের প্রথম পাঁচ মাসে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৬৭০ কোটি ডলারে পৌঁছেছে। পার্সটুডে-এর মতে, ‘মোহাম্মদ রেজওয়ানিফার এই পরিসংখ্যান ঘোষণা করে জানিয়েছেন, এই সময়ের মধ্যে ওআইসির সদস্য দেশগুলোর সাথে ইরানের তেলবহির্ভূত বাণিজ্য ছিল ৪২.৩ মিলিয়ন টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি।
শুল্ক বিভাগের প্রধান বলেছেন, ইরানের তেলবহির্ভূত ১৩৫০ কোটি ডলার মূল্যের ৩৩.৬ মিলিয়ন টন পণ্য ওআইসির ৫৬টি সদস্য দেশে রপ্তানি করা হয়েছে। অন্যদিকে, এই সময়ের মধ্যে এইসব দেশ থেকে ১৩২০ কোটি ডলার মূল্যের ৮.৭ মিলিয়ন টন পণ্য ইরান আমদানি করেছে।
ইরানের কাস্টমসের মহাপরিচালক ‘মোহাম্মদ রেজওয়ানিফার’এর ঘোষণা অনুযায়ী, ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইরানের সবচেয়ে বেশি পরিমাণে তেলবহির্ভূত বাণিজ্যিক লেনদেন হয়েছে সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, পাকিস্তান ও ওমানের সঙ্গে। মোট লেনদেনেরর মধ্যে শুধুমাত্র ২৪০০ কোটি ডলারের তেলবহির্ভূত বাণিজ্যিক লেনদেন হয়েছে এই পাঁচটি দেশের সাথে।
Leave a Reply