January 31, 2026, 12:36 pm
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বিয়ের প্রলোভনে ক্লিনিকের নার্সকে ধর্ষন ; মালিকের ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে শাহরিয়ার হোসেন শিবলু নামের এক ক্লিনিক মালিকের ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে। শিবলু মহেশপুরের পান্তাপাড়া আল-আফারা নাসিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন কাজলের ছেলে। রোববার ওই নার্সিং হোমে কর্মরত এক নার্স বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে এ মামলাটি দায়ের করেন। আদালত মহেশপুর থানাকে মামলা রুজু করে তদন্তের নির্দেশও দিয়েছেন।
থানা সুত্রে জানাগেছে, পান্তাপাড়া আল-আফারা নার্সিং হোমে কর্মরত নার্সের সাথে বন্ধুত্ব গড়ে নার্সের নিজ রুমে জোর পূর্বক ধর্ষণ করেন মালিকের ছেলে শিবলু। এ সময় ওই অন্তরঙ্গ মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করা হয়। এর পর ভয়ভীর্তি ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ওই নার্সকে ধর্ষণ করে ক্লিনিক মালিকের ছেলে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে তা অস্বকৃতি জানিয়ে পালিয়ে যান শিবলু।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, এঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষা-নিরিক্ষার জন্য বৃহস্পতিবার ঝিনাইদহে পাঠানো হয়। ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছেন বলে আটক করা যাচ্ছেনা।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page