স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে শাহরিয়ার হোসেন শিবলু নামের এক ক্লিনিক মালিকের ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে। শিবলু মহেশপুরের পান্তাপাড়া আল-আফারা নাসিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন কাজলের ছেলে। রোববার ওই নার্সিং হোমে কর্মরত এক নার্স বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে এ মামলাটি দায়ের করেন। আদালত মহেশপুর থানাকে মামলা রুজু করে তদন্তের নির্দেশও দিয়েছেন।
থানা সুত্রে জানাগেছে, পান্তাপাড়া আল-আফারা নার্সিং হোমে কর্মরত নার্সের সাথে বন্ধুত্ব গড়ে নার্সের নিজ রুমে জোর পূর্বক ধর্ষণ করেন মালিকের ছেলে শিবলু। এ সময় ওই অন্তরঙ্গ মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করা হয়। এর পর ভয়ভীর্তি ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ওই নার্সকে ধর্ষণ করে ক্লিনিক মালিকের ছেলে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে তা অস্বকৃতি জানিয়ে পালিয়ে যান শিবলু।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, এঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষা-নিরিক্ষার জন্য বৃহস্পতিবার ঝিনাইদহে পাঠানো হয়। ঘটনার পর থেকে আসামী পলাতক রয়েছেন বলে আটক করা যাচ্ছেনা।
Leave a Reply