অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ সালমী বলেছেন, ‘আমরা চাই ‘সহকারী শিক্ষক’ পদটি নবম গ্রেডে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করে গ্রেজেট প্রকাশ হোক। এ অধিদপ্তর গঠন করে শিক্ষকদের পদগুলো ক্যাডারভুক্ত করলে আমরা অন্যান্য প্রশাসনিক পদে পদান্নতির সুযোগ পাব।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল রাজধানীর আব্দুল গণি রোডে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কার্যালয় ‘শিক্ষা ভবন’ চত্বরে থেকেই দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা ‘সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র ব্যানারে বিক্ষোভে অংশ নেন।
এ সময় আন্দোলনরত শিক্ষকরা হুশিয়ারি দেন, চার দফা দাবি সমাধান না হলে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম বর্জন করে সাত শতাধিক সরকারি স্কুলে ‘শাটডাউন’ পালন করা হবে।
সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ সালমী জানান, পদোন্নতির সুনির্দিষ্ট কাঠামো না থাকায় সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। দশম গ্রেডে বেতনেও তারা সংকটে পড়ছেন। তাই ‘সহকারী শিক্ষক’ পদকে নবম গ্রেডে উন্নীত করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আওতায় আনার পাশাপাশি দ্রুত স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনের দাবি জানান তিনি।
সালমী বলেন, ‘রোববারের মধ্যে দাবি পূরণ না হলে সোমবার (১ ডিসেম্বর) থেকে সব কার্যক্রম বয়কট করে সম্পূর্ণ শাটডাউন পালন করা হবে।’ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৭২১টি।
আন্দোলনরত শিক্ষকদের দাবিগুলো হলো- বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন; সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তিন কর্মদিবসের মধ্যে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরি; ২০১৫ সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের ৩/২ ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।