অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর গোলাবর্ষণ অব্যাহত থাকা সত্ত্বেও রাশিয়া নিজের ঘোষিত একতরফা যুদ্ধবিরতি পালন করেছে। রাশিয়া অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে শুক্রবার দিনের মধ্যভাগ থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন আবাসিক এলাকা ও রুশ সেনা অবস্থানে ইউক্রেনের গোলাবর্ষণ সত্ত্বেও রাশিয়ার সৈন্যরা ঘোষিত যুদ্ধবিরতি পালন করে যাচ্ছে।
ইউক্রেন অবশ্য রাশিয়ার ঘোষিত যুদ্ধবিরতিকে ‘বিদ্রূপাত্মক চাল’ আখ্যায়িত করে বলেছে, রুশ সেনাদেরকে নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ করে দেয়ার জন্য ওই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
রাশিয়ার অর্থোডক্স গির্জাগুলো প্রতি বছর ৭ জানুয়ারি ক্রিসমাস উদযাপন করে। তবে ইউক্রেনের প্রধান অর্থোডক্স গির্জা রাশিয়াকে বাদ দিয়ে পশ্চিমা দেশগুলোকে অনুসরণ করে এ বছর ২৫ ডিসেম্বরই ক্রিসমাস পালন করেছে।
ক্রিসমাস দিবস উপলক্ষে রাশিয়ার ঘোষিত যুদ্ধবিরতিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘একটি কূটচাল’ বলে বর্ণনা করেছে এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ওই যুদ্ধবিরতিকে ‘অনির্ভরযোগ্য’ বলে উল্লেখ করেছেন।
Leave a Reply