অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার আকাশে চীনের একটি বেলুন উড়ে বেড়াচ্ছে এবং এ নিয়ে দেশটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমেরিকা বলছে, গোয়েন্দাবৃত্তির উদ্দেশ্য নিয়ে চীন এই বেলুন আকাশে উড়িয়েছে।
তবে চীন বলছে, আমেরিকার এই অভিযোগ ভিত্তিহীন বরং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ এবং তার গবেষণার জন্য এই বেলুন ওড়ানো হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, “বেলুনটি বেসামরিক এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে এটি ওড়ানো হয়েছে। তবে বাতাসের গতিবেগ বেশি এবং এই বেলুনের নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত হওয়ার কারণে এটি কাঙ্খিত জায়গা থেকে ভিন্ন দিকে চলে গেছে এবং তা সর্বশেষ আমেরিকার আকাশে অবস্থান করছে।”
এর আগে চীনের এই বেলুনটি নিয়ে মার্কিন প্রশাসনে তোলপাড় সৃষ্টি হওয়ার পর দেশটির সামরিক বাহিনী এটিকে ধ্বংস করার জন্য যুদ্ধবিমান প্রস্তুত করে। শুধু তাই নয়, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের চীন সফরও স্থগিত করা হয়। এ ঘটনায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেছে, বিষয়টি নিয়ে তারা আমেরিকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।
বেইজিং বলেছে, কোন দেশের ভৌগোলিক সীমারেখা লঙ্ঘন করার ইচ্ছে তাদের নেই এবং চীন সরকার আশা করে, বিষয়টি আমেরিকা ঠাণ্ডা মাথায় শান্তভাবে সমাধান করবে।
Leave a Reply