অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বালটিক সাগরের নিচ দিয়ে জার্মানিতে যাওয়া নর্ডস্ট্রিম পাইপলাইনে মার্কিন নৌবাহিনী বোমা হামলা চালিয়েছে বলে মার্কিন অনুসন্ধানী সাংবাদিক সেইমু হার্শ যে তথ্য প্রচার করেছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ।
তিনি গতকাল (বুধবার) একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, মার্কিন সাংবাদিক সেইমুর হার্শ যে রিপোর্ট সামনে এনেছেন সে ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই।
মার্কিন সাংবাদিক সম্প্রীতি তার ব্লগ সাবস্টাকে দাবি করেন, এই হামলার পেছনে মার্কিন নৌবাহিনী জড়িত রয়েছে। এ সম্পর্কে পাত্রুশেভ কিছুটা বিরক্তের সাথে বলেছেন, “যদি তারা এমন রিপোর্ট করে তাহলে আপনি তাদের কাছে যেতে পারেন এবং তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমি জানি না কে পাইপলাইন উড়িয়ে দিয়েছে।”
গতকাল ক্রেমলিনে নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকের আগে পাত্রুশেভ এই মন্তব্য করেন।নিউ ইয়র্ক টাইমসের সাবেক অনুসন্ধানী সাংবাদিক সেইমুর হার্শ তার রিপোর্টে দাবি করেছেন, “গত সেপ্টেম্বরে বিস্ফোরণ ঘটানো হলেও পাইপলাইনে বোমা বাধা হয় জুন মাসে। মার্কিন নৌবাহিনীর ডুবুরিরা ওই মিশনে অংশ নেয়। সেসময় সেখানে ‘বালটপস ২২ ন্যাটো’ নামের একটি সামরিক মহড়ার আয়োজন করা হয় এবং ওই মহড়ার আড়ালেই নাশকতার পরিকল্পনা তৈরি করা হয়েছিল।”
এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল বলেছেন, মার্কিন সাংবাদিক যে রিপোর্ট প্রকাশ্যে এনেছেন সে ব্যাপারে এখন হোয়াইট হাউজকে মন্তব্য করতে হবে।অন্যদিকে, মার্কিন সাংবাদিকের এই রিপোর্টকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আড্রিয়েনা ওয়াটসন বলেন, এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা এবং কল্পিত। এছাড়া, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরও একই কথা বলেছে।
Leave a Reply