অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন রাশিয়ার জাতীয় সংসদের নিম্ন কক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন।
বালটিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে যাওয়া নর্ডস্টিম গ্যাস পাইপলাইনে আমেরিকা অন্তর্ঘাতমূলক হামলা চালিয়েছে বলে মার্কিন কিংবদন্তী সাংবাদিক সেইমুর হার্শ তথ্য প্রকাশ করার পর এই মন্তব্য করলেন রুশ দুমার স্পিকার।
তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন গত মঙ্গলবার তার ইউনিয়ন অব দ্যা স্টেট ভাষণে আমেরিকাকে বিশ্বের বাতিঘর বলে যে দাবী করেছেন তা জার্মানির থার্ড রাইখের নেতাদের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নাজি জার্মানিকে থার্ড রাইখ বলা হয়। থার্ড রাইখের অর্থ হচ্ছে তৃতীয় সাম্রাজ্য।
রুশ দুমার স্পিকার আরো বলেন, যদি হ্যারি এস ট্রুম্যানকে জাপানের হিরোশিমা ও নাকি নাগাসাকি শহরের জনগণের ওপর পরমাণু বোমা হামলার নির্দেশ দেয়ার জন্য অপরাধি বলা হয়, তাহলে কৌশলগত নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালাতে নির্দেশ দেয়ার জন্য বাইডেনকে সন্ত্রাসী বলা যায়। ভিয়াচেস্লাভ ভলোদিন আরো বলেন, পাইপ লাইনের উপর আমেরিকা যে অন্তর্ঘাতমূলক হামলা চালিয়েছে তা দিয়ে মূলত তারা তাদের করদ রাজ্যগুলোকে ভয় দেখানোর চেষ্টা করেছে যারা নিজেদের অর্থনীতি এবং জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করছিল।#
Leave a Reply