অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে স্কুলছাত্র খালিদ সাইফুল্লাহকে (৬) অপহরণের ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাহিদুল ইসলাম (২১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঋণের টাকা পরিশোধ করতে খালিদকে অপহরণ করেছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন জাহিদুল।
গ্রেফতার জাহিদুল রংপুরের পীরগাছা উপজেলার চর তাম্বুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। অপহৃত খালিদ কাশিমপুর থানাধীন উত্তর পানিশাইল এলাকার রাজু আহমেদের ছেলে। সে স্থানীয় মোমেনা বেগম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, খালিদের বাবা রাজু আহমেদ স্থানীয় ব্যাটারি তৈরির কারখানায় সুপারভাইজার পদে চাকরি করেন। অপহরণকারী জাহিদুল শিশুটির বাবার অধীনে একই কারখানায় কাজ করতেন। বুধবার বিকালে স্কুলের সামনের রাস্তায় খেলছিল খালিদ। এ সময় জাহিদুল তাকে অপহরণ করেন। পরে অপহৃত শিশুটির বাবার কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। বৃহস্পতিবার ভোরে সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকা থেকে অপহরণকারীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক আত্মীয়ের বাড়ি থেকে খালিদকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারী স্বীকার করেছেন, তিনি নেশা করার জন্য টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা পরিশোধ করতে খালিদকে অপহরণ করে মুক্তিপণ চান তিনি। কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply