বশির আল-মামুন, চট্টগ্রাম : গতকাল বুধবার রাতভর ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রাস্তাঘাট হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। কর্মমুখী মানুষের দুরাবস্থার শেষ নেই।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কাতালগঞ্জ, বাকলিয়া, শুলক বহর, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেট, চকবাজার, বাদুরতলা,বহদ্দারহাট, চান্দগাঁও, চাক্তাই, খাতুনগঞ্জ, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, হালিশহর, ইপিজেডসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এ কারণে সড়কে যানসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। এসব এলাকার অনেক বাসায় পানি ঢুকে পড়েছে।
জলাবদ্ধতার কারণে আজ বৃহস্পতিবার সকালে অফিসগামী এবং নানা প্রয়োজনে বের হওয়া লোকজনকে নানা দুর্ভোগ পোহাতে হয়।
রহিম উল্লাহ নামে নগরীর চকবাজার এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, রাতে থেমে থেমে বৃষ্টি এবং সকালে ভারী বৃষ্টিতে চকবাজার এবং কাতালগঞ্জে পানি উঠেছে। কাতালগঞ্জে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এবং পার্কভিউ হাসপাতালের সামনের সড়কে কোমর সমান পানি জমেছে। এতে যানবাহন চলাচল ব্যাহৃত হচ্ছে। লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে, সড়কের ওপর কোমর সমান পানি থাকার কারণে ভোর থেকে বন্ধ রয়েছে মুরাদপুর বহদ্দারহাট সড়কে যান চলাচল। এতে সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’