23 Feb 2025, 10:30 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়া সেবাপ্রার্থীদের জন্য বিশেষ কল সেন্টার চালু করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। শুক্রবার (৩১ মার্চ) এ সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা পাবেন সেবাপ্রার্থীরা।

পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, আজ থেকে সেবাপ্রার্থীরা কল সেন্টারে ফোন করে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত সব তথ্য পাবেন। বাংলাদেশের নাগরিকরা দেশের অভ্যন্তর থেকে ১৬৪৪৫ এবং প্রবাস/বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন। এছাড়াও বিদেশি নাগরিকরা একই নম্বরে কল করে ভিসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এ কল সেন্টারে সপ্তাহে সাত দিন এবং ২৪ ঘণ্টাব্যাপী পাসপোর্ট সম্পর্কিত তথ্য সেবা পাওয়া যাবে। বিআরটিসি থেকে বরাদ্দকৃত নম্বরের মাধ্যমে ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে, প্রতি শিফটে ১৬ জন করে কল সেন্টারে এজেন্ট প্রতিনিধি কাজ করবেন। প্রতিদিন তিন শিফটে ৪৮ জন প্রতিনিধি ২৪ ঘণ্টা সেবা প্রদান করবেন। বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে সবাইকে প্রশিক্ষণ দিয়ে কাজের জন্য প্রস্তুত করা হয়েছে। সেবাপ্রার্থীরা পাসপোর্ট সম্পর্কিত সঠিক হালনাগাদ তথ্য বা নতুন কোনো আপডেট এলে কল করে জানতে পারবেন। পাসপোর্ট অধিদপ্তর মনে করছে, এর ফলে দালালদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে।

কর্মকর্তারা বলছেন, পাসপোর্টের সর্বশেষ তথ্য জানতে দেশের সব পাসপোর্ট অফিসের মোবাইল নম্বর দেওয়া আছে। বর্তমানে আঞ্চলিক পাসপোর্ট অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ায় সব নাগরিকের সেবা এক জায়গা থেকে দেওয়ার জন্য আলাদা এ কল সেন্টার চালু করা হলো। এর ফলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে চাপ কমবে এবং এক জায়গা থেকে সব সেবা মিলবে।

পাসপোর্ট অফিস হেল্পলাইনে মিলবে যেসব সেবা

পাসপোর্ট হেল্পলাইন নম্বরের মাধ্যমে ই-পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট এবং ভিসা সম্পর্কিত তথ্যসেবা পাওয়া যাবে।

> ই-পাসপোর্টের বর্তমান অবস্থা
> ই-পাসপোর্ট ডেলিভারি সম্পর্কিত তথ্য
>অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে সমাধান
> আবেদন করতে না পারলে তা বুঝিয়ে দেওয়া
> অভিযোগ জানাতে পারবেন
> কল সেন্টার থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস সম্পর্কে তথ্য জানা যাবে
> এমআরপি পাসপোর্টের অবস্থা (প্রবাসীদের জন্য)
> এমআরপি পাসপোর্টের ডেলিভারি সম্পর্কে জানা যাবে
> এমআরভি ভিসা সংক্রান্ত তথ্য

পাসপোর্ট হেল্পলাইন ফি কত?

পাসপোর্ট হেল্পলাইন নম্বর থেকে সেবা নিতে ফি দিতে হবে না। শুধু যে ফোন অপারেটরের মাধ্যমে কথা বলবেন সেই অপারেটর বা কোম্পানি প্রতি মিনিটে যে চার্জ কাটে সেটাই কেটে নেবে। সরাসরি কল ছাড়াও হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারসহ সব ধরনের অনলাইন প্ল্যাটফরম থেকে চ্যাটিংয়ের মাধ্যমেও তথ্য পাওয়া যাবে।

এক কলেই জানা যাবে পাসপোর্ট-ভিসার যাবতীয় তথ্য ; কল সেন্টার চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের আক্কুয়ু পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তুরস্কের নেতা রিসেপ তায়িফ এরদোয়ান এ কথা বলেছেন।
এ হাবের টিভি চ্যানেলকে এরদোয়ান আরো বলেন, আক্কুয়ু পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সফলতার সঙ্গেই এগিয়ে চলেছে। আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠেয় আয়োজনে তুরস্কে এসে পুতিন অংশ নিতে পারেন। আমরা উভয়ে সম্ভবত অনলাইনে যোগ দেবো।
দ্য আক্কুয়ু এনপিপি তুরস্কে নির্বিতব্য প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার সাথে ২০১০ সালে তুরস্কের আন্তর্সরকারি চুক্তির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর কাজ শেষ হলে এটি তুরস্কের বিদ্যুৎ চাহিদার দশ শতাংশ পূরণ করতে সক্ষম হবে।
বিদ্যুৎ কেন্দ্রটি চলতি বছরেই চালু হওয়ার কথা রয়েছে।

আগামী ২৭ এপ্রিল তুরস্কে পরমাণু কেন্দ্রে ফুয়েল লোডিং অনুষ্ঠানে যোগ দিতে পারেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রোপার্টি কোম্পানিগুলোর মধ্যে একটি বলেছে, তারা সাইবার অপরাধীদের হামলার শিকার হয়েছে। তারা কর্মচারী এবং অতিথিদের তথ্য চুরি করেছে।

অস্ট্রেলিয়ার একটি বৃহত্তম প্রোপার্টি ব্যবসা মেরিটনের কর্মচারীদেরকে সতর্ক করা হয়েছিল যে, সাইবার অপরাধীরা তাদের ব্যাংক একাউন্টের বিশদ তথ্য এবং তাদের বেতন, শাস্তিমূলক ইতিহাস এবং কর্মক্ষমতা মূল্যায়নের বিবরণ চুরি করতে পারে।

প্রায় ২ হাজার মানুষ এই তথ্যচুরির শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর অস্ট্রেলিয়ার বৃহত্তম স্বাস্থ্য বীমাকারী টেলিকম জায়ান্ট অপ্টাস এবং মেডিব্যাঙ্ক-এর লক্ষাধিক গ্রাহকের ব্যক্তিগত তথ্যও চুরি হয়েছিল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, নতুন ব্যবস্থা কার্যকর হতে সময় লাগবে।

গত নভেম্বরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি দ্বারা প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, সাইবার আক্রমণ দেশে দ্রুত বর্ধনশীল অপরাধগুলোর মধ্যে একটি।

২০২২ সালের অক্টোবর মাসে প্রায় সাড়ে ৩ হাজার প্রাপ্তবয়স্ক অস্ট্রেলীয়র ওপর করা এক সমীক্ষায় দেখা গেছে, ৩২ দশমিক ১ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা বা তাদের পরিবারের একজন সদস্য তথ্য চুরির শিকার হয়েছেন।

গবেষণায় দেখা গেছে, তুলনামূলকভাবে অস্ট্রেলীয়দের মধ্যে মাত্র ১০ শতাংশ গত ৫ বছরে চুরি বা হামলার মতো গুরুতর অপরাধের শিকার হয়েছে।

অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস অক্টোবরে প্রকাশ করেছে যে, প্রতি মাসে ৩ লাখ বার তাদের সিস্টেম হ্যাক করার চেষ্টা করা হয়। সূত্র: ভয়েস অব আমেরিকা

সাইবার হামলার শিকার লাখ লাখ অস্ট্রেলিয়াবাসী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক অস্ত্রের বিস্তারিত তথ্য বিনিময় করবে না বলে মস্কোর একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। খবর আল জাজিরার।

ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের রাশিয়ার সঙ্গে রাগ এবং উত্তেজনা চরম শিখরে পৌঁছেছে। সম্প্রতি রাশিয়ার সামরিক বাহিনী সাইবেরিয়ায় তার ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) লঞ্চার দিয়ে মহড়া শুরু করেছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার রুশ সংবাদ সংস্থাকে বলেছেন, মস্কো গত মাসে নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার পর ওয়াশিংটনের সঙ্গে সমস্ত তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে।

মস্কোও পরিকল্পিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে নোটিশ জারি করা বন্ধ করবে কিনা জানতে চাইলে রুশ সংবাদ সংস্থার রিপোর্টে রিয়াবকভ বলেন, ‘কোনো বিজ্ঞপ্তি থাকবে না। সকল বিজ্ঞপ্তি, সমস্ত ধরণের বিজ্ঞপ্তি, চুক্তির কাঠামোর মধ্যে সমস্ত কার্যক্রম স্থগিত করা হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানই গ্রহণ করুক না কেন তা পরিচালিত হবে না।’

যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, তারা নিউ স্টার্টে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার প্রতিক্রিয়ায় মস্কোকে তার পারমাণবিক অস্ত্রের মজুদের বিস্তারিত তথ্য সরবরাহ করা বন্ধ করবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘রাশিয়া সম্পূর্ণভাবে মেনে চলেনি এবং ডেটা শেয়ার করতে অস্বীকার করেছে যেটি আমরা… বার্ষিকভাবে ভাগ করার জন্য নিউ স্টার্টে সম্মত হয়েছি। যেহেতু তারা মেনে চলতে অস্বীকার করেছে… আমরা একইভাবে সেই ডেটা শেয়ার না করার সিদ্ধান্ত নিয়েছি।’

রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তাদের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এবং নির্দিষ্ট ঘাঁটিতে পারমাণবিক সক্ষম বোমারু বিমানের মতো বিষয়ে তথ্যের আধা-বার্ষিক আদান-প্রদান নিউ স্টার্ট চুক্তির একটি গুরুত্বপূর্ণ পরিমাপ ছিল।

গত মাসে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চুক্তিতে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করে বলেছিলেন, মস্কো চুক্তির অধীনে তার পারমাণবিক স্থাপনাগুলোর মার্কিন পরিদর্শনকে গ্রহণ করতে পারবে না যখন ওয়াশিংটন এবং তার ন্যাটো মিত্ররা প্রকাশ্যে ইউক্রেনে মস্কোর পরাজয়কে তাদের লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে।

মস্কো জোর দিয়ে বলেছিল, তারা নিউ স্টার্ট চুক্তি থেকে পুরোপুরি প্রত্যাহার করেনি এবং চুক্তিতে সেট করা পারমাণবিক অস্ত্রের ক্যাপগুলোর প্রতি সম্মান বজায় রাখবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছিল মস্কো তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরিকল্পিত পরীক্ষা লঞ্চ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবহিত করবে। যেটি মূলত ওয়াশিংটন এবং মস্কোর মধ্যকার মূল চুক্তি।

দুই দেশই শীতল যুদ্ধের সময় থেকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের বিষয়ে বিজ্ঞপ্তি বিনিময় করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত মাসে বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ১৯৮৮ সালের চুক্তি অনুসারে মস্কো তাদের ইস্যু করতে থাকবে।

ধারণা করা হচ্ছে বুধবার রিয়াবকভের মন্তব্য রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য স্থগিত করার কথাও উল্লেখ করতে পারে। এটি একটি বিশাল উত্তেজক পদক্ষেপ যা ১৯৮৮ সালের চুক্তির অধীনে ছাড় দেওয়া হয়েছিল।

রাশিয়ান পারমাণবিক শক্তির বিশেষজ্ঞ পাভেল পডভিগ টুইট করেছেন যে, রিয়াবকভের নিউ স্টার্ট চুক্তির প্রেক্ষাপটে নোটিশের অবসানের রেফারেন্স ইঙ্গিত দেয় রাশিয়া ১৯৮৮ সালের চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সেটা জারি করবে।

যুক্তরাষ্ট্রকে পরমাণু অস্ত্রের তথ্য পাঠানো বন্ধ করে দিয়েছে রাশিয়া

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়ারস’ ও হাজার হাজার সেনা নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এই মহড়াকে মস্কোর পারমাণবিক শক্তি প্রদর্শনের আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৯ মার্চ) টেলিগ্রামে পাঠানো এক বার্তায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় তিন হাজারের বেশি সামরিক কর্মী এবং প্রায় ৩০০ সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি জড়িত রয়েছে। তবে মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭ হাজার ৫০০ মাইল। ‘ইয়ারস’ কমপ্লেক্সটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের হিরোশিমায় মার্কিন বাহিনীর ব্যবহৃত ‘লিটল বয়’ পারমাণবিক বোমার চেয়ে ১২ গুণ বেশি শক্তিশালী।

সম্প্রতি, রাশিয়া একটি কৌশলগত পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা বিকাশের দিকে মনোনিবেশ করছে। রুশ বাহিনী তাদের কালুগা অঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে ‘ইয়ারস’ নামের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে।

এর আগে এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে রাশিয়া জানিয়েছিল, পরিকল্পনা অনুযায়ী এটি যুদ্ধের দায়িত্বে থাকবে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্রের সঙ্গে পরমাণু অস্ত্র সংযুক্ত থাকবে। এটি কৌশলগত ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান করতে পারে।

 

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়ারস’ নিয়ে মহড়া শুরু করলো রাশিয়া