28 Feb 2025, 03:26 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারায় বিদ্যালয়ের শরীর চর্চার শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। বিদ্যালয়ে উপস্থিত না থাকায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক মো. শাহগীর আলম এ নির্দেশ দেন। ওই শিক্ষকের নাম মো. সোহরাব হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসক মো. শাহগীর আলম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি শরীর চর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনকে জাতীয় সঙ্গীত গাইতে বলেন। কিন্তু সম্পূর্ণ সঙ্গীত গাইতে পারেননি শিক্ষক সোহরাব৷

এ ঘটনায় জেলা প্রশাসক শরীর চর্চা শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত গাইতে না পারবে ততদিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন জেলা প্রশাসক।

জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, জেলা প্রশাসক মোগড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজ নেন। এ সময় ওই বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো. সোহরাব হোসেন জাতীয় সঙ্গীত গাইতে পারেননি। এ কারণে তার বেতন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন  বলেন, জেলা প্রশাসক যে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন আমি জানতাম না। তিনি তো শোকজ করতেই পারেন।

এ বিষয়ে জানতে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

 

ব্রাহ্মণবাড়িয়ায় ডিসির সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে না পারায় শিক্ষকের বেতন স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমেরিকারসহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করার মতো যথেষ্ট অস্ত্র মস্কোর রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রুসিসকিয়া গ্যাজেটাকে দেয়া সাক্ষাৎকারে নিকোলাই পাত্রুশেভ বলেছেন, নিজেদের প্রচারণায় আটকা পড়া আমেরিকান রাজনীতিবিদরা মনে করেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আগ্রাম ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। কিন্তু এরপরে রাশিয়া আর প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে না! তাদের এই ভাবনা একটি অদূরদর্শী বোকামি এবং অত্যন্ত বিপজ্জনক। তিনি আরও বলেন, রাশিয়া ধৈর্যশীল। সামরিক সুবিধা নিয়ে কাউকে ভয় দেখায় না। আমাদের আধুনিক অনন্য অস্ত্র রয়েছে, যা রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রসহ যেকোনও প্রতিপক্ষকে ধ্বংস করতে সক্ষম।

সার্বভৌম দেশগুলোর সঙ্গে রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলবে উল্লেখ করে পাত্রুশেভ বলেন, রাশিয়া বিশ্বের সঙ্গে তার অর্থনৈতিক সম্পর্ক বন্ধ করতে যাচ্ছে না। এটি উন্মুক্ত থাকবে এবং সার্বভৌম দেশগুলোর অর্থনীতির সঙ্গে রাশিয়ার অর্থনীতিকে একীভূত করা হবে।

রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমেরিকারসহ যেকোনো প্রতিপক্ষকে ধ্বংস করবে মস্কো : নিকোলাই পাত্রুশেভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, শুধুমাত্র দেশ রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার স্বার্থে পিয়ংইয়ং পরমাণু অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে। তিনি আজ (মঙ্গলবার) রাজধানী পিয়ংইয়ংয়ে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিদর্শনের সময় এ মন্তব্য করেন বলে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

কিম আজ তার দেশের পরমাণু অস্ত্র কর্মসূচি এবং পাল্টা পারমাণবিক হামলা পরিকল্পনা ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখেন। তিনি পরমাণু অস্ত্র কর্মসূচি পরিদর্শনের সময় এই অস্ত্রের প্রয়োজনীয় উপাদানের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন যাতে আরো শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব হয়।

উত্তর কোরিয়ার নেতা বলেন, তার দেশ এমনভাবে তার পরমাণু অস্ত্র ব্যবস্থা প্রস্তুত করছে যাতে শত্রুরা উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব, রাষ্ট্রব্যবস্থা ও জনগণের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নিতে না পারে।  কিম জং-উন সতর্ক করে দিয়ে একথাও বলেন, তার দেশের পরমাণু অস্ত্র আত্মরক্ষামূলক হলেও ‘যেকোনো স্থানে যেকোনো সময়’ ব্যবহার করার জন্য এসব অস্ত্র প্রস্তুত রাখা হবে। কোরীয় উপদ্বীপে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলছে এবং আমেরিকার নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপের দক্ষিণ কোরিয়ার বন্দরে আসার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে তখন কিম জং-উন এসব কথা বললেন।

 

পরমাণু অস্ত্র আত্মরক্ষামূলক তবে প্রয়োজনে ব্যবহার করা হবে : কিম জং-উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমার ও বাংলাদেশের শরণার্থীশিবির থেকে  শিশু ও নারীসহ ১৮৪ রোহিঙ্গা নৌকায় করে ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে পৌঁছেছেন।

রবিবার গভীর রাতে রোহিঙ্গাদের বহনকারী নৌকাগুলো পূর্ব আচেহ জেলায় পৌঁছায়।

পূর্ব আচেহের পিউরেউলাক উপজেলার শহরের স্থানীয় বাসিন্দারা সোমবার (২৭ মার্চ) সকালে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দেখতে পায়, অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গাদের মধ্যে ৯৪ জন পুরুষ, ৭০ জন নারী ও ২০ শিশু রয়েছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র কামিল বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে রোহিঙ্গারা এখানে পৌঁছান। ঠিক কতগুলো নৌকায় করে তাঁরা পূর্ব আচেহতে এসেছেন, তা জানা যায়নি। তাঁরা সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের আগস্টে হাজারো রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আসতে শুরু করেন। এখন পর্যন্ত ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন।

কয়েক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে রোহিঙ্গারা প্রায়ই ছোট নৌকায় করে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন। এতে নৌকাডুবিতে অনেকের মৃত্যুও হচ্ছে। খবর: রয়টার্স

 

 

বাংলাদেশ ও মিয়ানমার থেকে নৌকায় করে ইন্দোনেশিয়ায় ১৮৪ রোহিঙ্গা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস ও মঙ্গলগ্রহ সৌরজগতের এই পাঁচ গ্রহ এবং পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ – মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে একই সরলরেখায় দেখা যাবে। খবর বিবিসি।

এর আগে সোমবার সন্ধ্যার আকাশেও একই রেখায় দেখে গেছে তাদের, কোনো কোনো জায়গায় খালি চোখেই দেখা গেছে এই দৃশ্য। আর এই বিরল দৃশ্যের নাম দেওয়া হয়েছে ‘প্ল্যানেটারি প্যারেড’ বা গ্রহপুঞ্জের কুচকাওয়াজ।

সোমবার সন্ধ্যার পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তে পশ্চিম আকাশে এ দৃশ্য দেখা গেছে। গ্রহের এমন বিরল এক সরলরেখায় আসার দৃশ্য গত গ্রীষ্মে দেখা গিয়েছিল, তখন বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতির সঙ্গে শনি গ্রহও ছিল।

সন্ধ্যার পরপরই এই দৃশ্য দেখতে হবে কারণ বুধ ও বৃহস্পতি গ্রহ খুব দ্রুতই দিগন্তে মিলিয়ে যায়। বাংলাদেশেও মঙ্গলবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই দৃশ্য দেখা যাবে। বাংলাদেশের আকাশে প্রায় রাত নয়টা পর্যন্ত দেখা যাবে শুক্র গ্রহ, যা বাংলাদেশে শুকতারা নামেও পরিচিত।

বাংলাদেশে সন্ধ্যা সোয়া সাতটায় মঙ্গল গ্রহ ও চাঁদ একই সরলরেখায় দেখা যাবে। এই দুই গ্রহ প্রায় সূর্যের সঙ্গেই পৃথিবীর দিগন্তরেখায় অস্ত যায়। গ্রহ দেখার জন্য সবচেয়ে ভালো জায়গা যেখানে আলো কম, শহুরে কোলাহল নেই এবং দৃশ্যত কোনও বাধা নেই আকাশ দেখতে।

ব্রিটেনের স্কটল্যান্ডে ‘তাঁরা’ দেখতে ভালোবাসেন এমন মানুষ গত রাতেই ভিড় জমিয়েছিলেন স্কটল্যান্ডে খোলামেলা পরিবেশ এবং সুন্দর আকাশের জন্য পরিচিত একটা জায়গায়।

বিশ্বের বিভিন্ন জায়গা থেকে জ্যোতির্বিদ, গবেষক এবং সৌরজগত নিয়ে আগ্রহ আছে এমন মানুষেরা গতরাতে এই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করেছেন, অনেকেই আবার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন নিজেদের উচ্ছ্বাস ও বিস্ময়।

অ্যাস্ট্রোনমার রয়্যাল ফর স্কটল্যান্ডের প্রফেসর ক্যাথেরিন হেইম্যান্স, এডিনবরার পোর্টোবেও সৈকত থেকে রাতের আকাশ দেখেছেন। তিনি বলেছেন, “রাতের স্বচ্ছ আকাশে এমন গ্রহের প্যারেড দেখার ব্যাপারটা চমকপ্রদ।”

রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোর্তিবিদ জ্যাক ফস্টার বলেছেন, “পৃথিবীর দৃষ্টিকোণ থেকে মূলত গ্রহগুলো এবং চাঁদ একটা সরলরেখায় এসেছে।

এমনিতে গ্রহগুলো কিন্তু এক রেখায় নেই, বরং তারা সৌরজগতে ছড়িয়ে আছে। যখন তারা অনেক দিন পর পর কাছাকাছি আসে তখন আমরা এভাবে দেখতে পাই।”

ইউরোপের সবচেয়ে গভীর কালো আকাশ দেখা যায় নর্থ ওয়েলসের, অ্যাঙ্গলেসি থেকে। সেখানকার লিন পেনিনসুলার ইনিস এনলি ইউরোপের প্রথম জায়গা হিসেবে আন্তর্জাতিক ডার্ক স্কাই স্যাঙ্কচুয়ারি স্বীকৃতি পেয়েছে।

অ্যাঙ্গলেসির ডার্ক স্কাই অফিসার ড্যানি রবার্টসন বলেছেন, “খানিকটা মেঘ ছিল বটে তবু চোখের জন্য প্রশান্তিময় ছিল নর্থ ওয়েলসের রাতের আকাশ।”

“আমি আমার বাড়ির পেছনে উঠোন থেকে আমি দারুণ একটা বাঁকা চাঁদ দেখতে পেয়েছি। তার ঠিক ওপরে দেখলাম লাল আভা দেওয়া মঙ্গল গ্রহ, সেখান থেকে একটু নিচে দিগন্তের দিকে জ্বলজ্বল করছিল শুক্র গ্রহ,” বলেন ড্যানি রবার্টসন।

তিনি মনে করেন, “আরেকটু স্পষ্ট থাকলে আরও বেশ কটি গ্রহ দেখতে পাওয়া যেত, যেমন ইউরেনাস, এটা দেখতে টেলিস্কোপ লাগবে।” স্কটল্যান্ডের সীমান্তে হেক্সহ্যামের কিলডার অবজারভেটরি থেকে ড্যান পাই বলেন, “গ্রহগুলোর সরলরৈখিক দৃষ্টিকোণ থেকে সৌরজগতে পৃথিবীর অবস্থান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়”।

তিনি বলেন, “পুরো রাতজুড়ে এই গ্রহগুলোর দূরত্ব পরিবর্তন হয় এবং চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, আমরাও সূর্যের চারিদিকে আরেকটু ঘুরি এবং অন্য গ্রহগুলোর সূর্যকে কেন্দ্র করে ভ্রমণ জারি রাখে”।

এই পুরো দৃশ্যকে ‘ব্যালে’ নাচের সঙ্গে তুলনা করেছেন ড্যান পাই, “এটা আমাদের জন্য একটা মহাকাশ থিয়েটার এবং আমরা অন্য গ্রহগুলোর ‘ব্যালে নৃত্যে’র সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পাই।”

মিজ রবার্টসন একজন নতুন জ্যোতির্বিদ, তিনি মনে করেন, যুক্তরাজ্যের ৯৮ শতাংশ মানুষই দূষিত আকাশের নিচে বাস করে।

“এটা লজ্জার বিষয় যে আমাদের ছায়াপথ আমরা নিজেরাই দেখতে পারিনা, নিজেদেরই দোষে”, বলেন তিনি।

“যখন আকাশে তাকাই আমরা টরাস, প্লেইডেস ও চাঁদ দেখি। যা গোটা মানবজাতির জন্য একই রকম দেখায়।” তিনি মনে করেন, অন্য অনেক ধরনের দূষণের চেয়ে আকাশের দূষণ তুলনামূলক সহজে পরিস্কার করা যায়।

মিজ রবার্টসন বলেন, “আমরা যদি আলো পরিমিত রাখি তাহলে আকাশ আরও গভীর কালো দেখাবে, এভাবে সমাধান হবে।”

 

পৃথিবী থেকে একই সরলরেখায় দেখা যাবে পাঁচ গ্রহ ও চাঁদকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)-এর দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। সোমবার (২৭ মার্চ) নমিনাল ভোটে জয়ী হয়ে এসএনপির দলীয় নেতা নির্বাচিত হন তিনি। পশ্চিম ইউরোপের কোনো দেশের নেতৃত্বে ইউসুফই হতে যাচ্ছেন প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নেতা।

বিশ্লেষকরা বলছেন, ইউরোপের একটি দেশের ক্ষমতাসীন দলের নেতা হিসেবে একজন মুসলিম প্রার্থীর বিজয় এটিই ইঙ্গিত করে, স্কটল্যান্ডের ক্ষমতাসীন দলটি এখনও তার প্রগতিশীল নীতিতেই চলছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।

তবে স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে পূর্বসূরি স্টার্জন যে পরিকল্পনা করেছিলেন, তা থেকে নিজেকে অনেকটাই দূরে রেখেছেন হামজা ইউসুফ। তিনি বলছেন, দলটিকে আগে চলমান বিতর্কের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে; এরপর এগোতে হবে স্বাধীনতার বিষয়টি নিয়ে।

হামজা ইউসুফের জন্ম স্কটল্যান্ডের গ্লাসগোতে। পড়াশোনা করেছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে। রাজনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি। এরপর ২০১১ সালে স্কটল্যান্ড পার্লামেন্টের সদস্য (এমএসপি) নির্বাচিত হওয়ার আগে তিনি একজন এমএসপি’র সহযোগী হিসেবেও কাজ করেছেন।

ইউসুফের বাবা পাকিস্তানের নাগরিক। ১৯৬০ এর দশকে তিনি স্কটল্যান্ডে পাড়ি জমান। অন্যদিকে, তার মা কেনিয়াতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেন।

২০১২ সালে স্কটিশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন ইউসুফ। এরপর ২০১৮ সালে বিচার বিষয়ক সচিব (সেক্রেটারি ফর জাস্টিস) হয়ে মন্ত্রিসভায় যোগ দেন এবং ২০২১ সালের মে মাসে স্বাস্থ্যমন্ত্রীর পদে নিযুক্ত হন।

ইউসুফ বর্তমানে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করছেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া, একজন সৎ কন্যাও রয়েছে নতুন এই দলনেতার।

 

 

স্কটল্যান্ডের ক্ষমতাসীন দলের প্রধান মুসলিম নেতা হামজা ইউসুফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুমুল প্রতিবাদের মুখে বিচার বিভাগীয় সংস্কারের উদ্যোগ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (২৭ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ঐকমত্যে পৌঁছানোর জন্য সংস্কার পরিকল্পনাটির বাস্তবায়ন পরবর্তী সংসদ অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, যখন সংলাপের মাধ্যমে গৃহযুদ্ধ এড়ানোর সুযোগ রয়েছে, তখন আমি প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। ইসরায়েল কোনো গৃহযুদ্ধ চায় না।

এর আগে সরকারের উগ্র-ডানপন্থী সদস্য ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ পরিবর্তন বাস্তবায়নের সময় পিছিয়ে দিতে রাজি হয়েছেন। এ বেন-গভিরই নেতানিয়াহুকে তুমুল বিক্ষোভ সত্ত্বেও প্রস্তাবিত আইন সংস্কারের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছিলেন।

এর আগে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, তীব্র বিক্ষোভের মুখে নেতানিয়াহু সংস্কার পরিকল্পনা কয়েক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করতে যাচ্ছেন। এও শোনা যায়, যদি আসলেই এ পরিকল্পনা স্থগিত করা হয় তাহলে বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন।

ইসরায়েলি রাজনীতির বিশ্লেষক অধ্যাপক ইউভাল শানি বলেন, এটা এখন নেতানিয়াহুর রাজনৈতিক জীবন রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংস্কার পরিকল্পনা স্থগিত করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই।

বিচারিক প্রক্রিয়ার উপর সংসদের নিয়ন্ত্রণ কঠোর করার পরিকল্পনা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় গণ-বিক্ষোভের জন্ম দিয়েছে। পরিকল্পনার বিরোধীরা এ পদক্ষেপকে গণতন্ত্রের জন্য চরম হুমকি বলে দাবি করছে।

নেতানিয়াহু সরকার নতুন সংস্কারের পরিকল্পনা সামনে নিয়ে আসার পর চলতি বছরের জানুয়ারি থেকে প্রতি সপ্তাহের শনিবার হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করে আসছেন। রোববার (২৬ মার্চ) প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্তকে বরখাস্ত করার পর বিক্ষোভ আরও জোরালো হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে দেশব্যাপী শ্রমিক ধর্মঘট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, চলমান বিক্ষোভ ইসরায়েলকে এক প্রকার স্থবির করে দিয়েছে। পঙ্গু হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে দেশটির অর্থনীতিও। এমনকি, সোমবার বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয় ও দেশের প্রধান সমুদ্রবন্দরগুলোতে কাজ করা বন্ধ করে দেয় কর্মীরা। এদিন অধিকাংশ স্কুল, শপিংমল বন্ধ রাখা হয়।

তবে নেতানিয়াহুর বক্তব্যের পর দেশের বৃহত্তম শ্রমিক ইউনিয়নের প্রধান হিস্তাদ্রুত জানান, শ্রমিকরা এখন সাধারণ ধর্মঘট প্রত্যাহার করবে। অন্যদিকে বিরোধীরা বলছেন, বাস্তবায়ন পেছানো যথেষ্ট নয়, পরিকল্পনাটি নেসেটে প্রত্যাখান না হওয়া পর্যন্ত বিক্ষোভ থামবে না, বরং বাড়তেই থাকবে। সূত্র: আল জাজিরা, বিবিসি

 

গণবিক্ষোভে বিচার বিভাগ সংস্কারের পরিকল্পনা পেছালেন নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদেশিদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে এবার বিদেশিদের সম্পত্তি কেনার সুবিধা দিতে যাচ্ছে দেশটি। এজন্য নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি গেজেটের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে।

সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আলহাম্মাদ জানিয়েছেন, এ সম্পর্কিত নতুন আইনটি পর্যালোচনা করা হচ্ছে। আইনটি কার্যকর হলে সৌদির নাগরিক নয় এমন ব্যক্তিরাও সম্পত্তি কিনতে পারবে।

প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়মে আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে।

আলহাম্মাদ বলেন, আইনের প্রাথমিক খসড়ায় দেখা গেছে, মক্কা ও মদিনাসহ সৌদি আরবের সব জায়গায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবে।

সৌদি আরবে বাড়ির দাম গত দুই বছরে ৪৫ শতাংশের বেশি বেড়েছে। এতে সেখানে বাড়ি কেনার চাহিদা অনেক কমেছে। গত বছর সৌদিতে বাড়ির চাহিদা ছিল ৮৪ শতাংশ। তবে এ বছর তা কমে ৪০ শতাংশে নেমেছে।

নাইট ফ্রাঙ্কের মিডল ইস্ট রিসার্চের প্রধান ফয়সাল দুররানি বলেছেন, দাম দ্রুত বৃদ্ধি নিঃসন্দেহে বাড়ি কেনার চাহিদা কমিয়ে দিয়েছে।

 

বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ দেবে সৌদি সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা মানবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি গতকাল (সোমবার) তেহরান সফররত কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুলআজিজ আল-খুলাইফির সঙ্গে এক বৈঠকে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।

শামখানি বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি প্রতিবেশী-বান্ধব যে কূটনীতি চালু করেছেন তার ফলে সবগুলো প্রতিবেশী দেশের সঙ্গে সার্বিক সহযোগিতামূলক সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে তেহরান। আর এক্ষেত্রে কোনো সীমারেখা মানা হবে না।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে মনযোগী হওয়ার সিদ্ধান্ত নেয়ায় দোহাকে ধন্যবাদ জানান শামখানি। তিনি বলেন, তেহরান ও দোহার মধ্যে যে ভ্রাতৃত্বসুলভ ও গঠনমূলক সম্পর্ক গড়ে উঠেছে তা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ইরানের সম্পর্কের ক্ষেত্রে মডেল হয়ে উঠতে পারে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা কাতারের সঙ্গে তার দেশের সম্পর্কের ক্ষেত্রে এখনও বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো অপসারণ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে চলতি মাসের গোড়ার দিকে রিয়াদ ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভুয়সী প্রশংসা করেন। সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক হলে তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে বলে তিনি জানান। আল-খুলাইফি বলেন, ইরানের সঙ্গে সার্বিক সহযোগিতা শক্তিশালী করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় কাতার। তিনি বিশেষ করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে অগ্রাধিকার দিচ্ছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরাহযাত্রীদের বহনকারী ওই বাস আকাবা শার নামক এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উলটে যায় ও একপর্যায়ে সেটিতে আগুন ধরে যায়।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-এখবারিয়া জানায়, রেড ক্রিসেন্টের একটি দলসহ জরুরি সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

এদিকে সৌদি আরবের কোনো রাষ্ট্রীয় সংবাদমাধ্যমই ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটলো, তা স্পষ্টভাবে উল্লেখ করেনি। শুধু বলা হচ্ছে, ‘বাসটির সমস্যা’ হয়েছিল। তবে বেসরকারি গণমাধ্যমগুলো বলছে, বাসটির ব্রেকে সমস্যা হয়েছিল।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছাকাছি এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

এর আগে রমজানে কেউ বারবার ওমারহ পালন করতে পারবে না বলে জানায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। অর্থাৎ এই সময়ে একজনে একবারই ওমরাহ করার অনুমোদন পাবে।

সৌদি সরকারের দাবি, যারা রমজানে ওমরাহ পালন করতে চান, তাদের জন্য এ সিদ্ধান্ত সুবিধাজনক হবে। পবিত্র এ মাসে মানুষ স্বস্তির সঙ্গে ওমারাহ পালন করতে পারবে বলেও জানানো হয়।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, যারা হজ করতে চায় তাদের নুসুক অ্যাপ থেকে অনুমোদন নিতে হবে। নির্ধারিত সময়কে গুরুত্ব দিতে হবে বলেও জানানো হয়।

তবে ওমরাহ’র তারিখ পরিবর্তনের কোনো অপশন নেই। তাই অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডিলিট করে ফের নতুন করে অনুমোদন নেওয়া যাবে।

মন্ত্রণালয় নিশ্চিত করে আরও জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্টগুলো পর্যায়ক্রমে আপডেট করা হয়। কেউ যদি কাঙ্ক্ষিত আসন খালি না পান, তাহলে পরবর্তী তারিখের জন্য অনুসন্ধান করতে পারবেন। সূত্র: গালফ নিউজ

 

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত ; আহত ২৯ জন