28 Feb 2025, 02:23 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দশ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। শ্রম ও আবাসিক নিয়ম ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) কুয়েত টাইমসের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গঠিত কমিটির তল্লাশি অভিযান পরিচালনার পর গত তিন মাসের মধ্যে নিয়ম লঙ্ঘনকারীদের বিতাড়িত করা হয়। তাছাড়া গত মাসে গ্রেফতার করা হয় প্রায় তিন হাজার।

মূলত অদক্ষ কর্মীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ। তাদের মধ্যে রয়েছে জেলে, কৃষক ও স্ক্র্যাপকর্মী। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কমিটি ধারাবাহিক অভিযানের কথা নিশ্চিত করে জানিয়েছে, শ্রম বাজারেও এই অভিযান চালানো হয়েছে।

বেশ কয়েকটি এজেন্সি অন্যদেশের নাগরিকদের কাছে ভিসা বিক্রি করছে। যারা এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদেরও ধরা হয়েছে বলে জানায় কমিটি।

এদিকে পাবলিক অথরিটি ম্যানপাওয়ার কোম্পানিগুলোর মধ্যে স্থানান্তর বিষয়ে অভিযোগ পাওয়ার জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। বিশেষ করে দেশে আসা নতুন কর্মীদের ক্ষেত্রে।

 

শ্রম ও আবাসিক নিয়ম ভঙ্গ করার দায়ে ১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেনমার্কের একটি উগ্র ডান-পন্থি গোষ্ঠীর হাতে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে মানবাধিকারের কথিত রক্ষকরা এ বিষয়ে যে রহস্যজনক নীরবতা পালন করছে তারও নিন্দা জানিয়েছে তেহরান।

ডেনমার্কের উগ্র মুসলিম-বিদ্বেষী গোষ্ঠী প্যাট্রিওটার্ন গার লাইভ কোপেনহেগেনস্থ তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন দেয়ার এক সপ্তাহেরও কম সময়ের মাথায় এ নিন্দা জানাল তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ নিন্দা জানানোর পাশাপাশি পবিত্র কুরআনসহ মুসলমানদের পবিত্র বিষয়গুলোর অবমাননার পুনরাবৃত্তির ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন।

তিনি গতকাল (সোমবার) তেহরানে বলেন, এ ধরনের অবমাননাকর পদক্ষেপের ফলে সমাজে কেবল ঘৃণা, উগ্রবাদ ও সহিংসতাই বাড়বে। তিনি আরো বলেন, এর ফলে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে সহাবস্থান বিপদের মুখে পড়বে যা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেবে।

ইরানের এই মুখপাত্র বলেন, মানবাধিকারের কথিত রক্ষকরা এমন সময় এ বিষয়ে নীরবতা অবলম্বন করছে যখন পবিত্র কুরআন অবমাননা করে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। ড্যানিশ সরকার দেশটিতে ইসলাম অবমাননাকর সকল কর্মকাণ্ড বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেবে বলে ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের সকল মুসলিম দেশ আশা করছে বলে তিনি মন্তব্য করেন।

ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানাল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ বছর বয়স্ক অড্রি হেল নামে এক তরুণীর এলোপাতাড়ি গুলিতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই তরুণীও প্রাণ হারান।

স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ১০টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের দ্য কভেন্যান্ট স্কুলে হামলা চালায়। হামলাকারী ওই তরুণী এ স্কুলের সাবেক শিক্ষার্থী। কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি একটি প্রাইভেট খ্রিস্টান স্কুল। যেখানে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ানো হতো। স্কুলটিতে ২০০ জনের মতো শিক্ষার্থী ছিল, যাদের বয়স ১১-১২ বছরের মধ্যে।

বন্দুক হামলায় নিহতরা হলো-অ্যাভলিন ডিক হাউস (৯), হ্যালি স্ক্রাগস (৯), উইলিয়াম কিনি (৯), সিনথিয়া পিক (৬১), ক্যাথরিন কুইন্স (৬০) ও মাইক হিল (৬১)। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই তরুণীর কাছে দুটি অ্যাসল্ট-টাইপ রাইফেল ও একটি পিস্তল ছিল। সোমবার সকাল ১০টা ১৩ মিনিটে গুলির সংবাদ পায় পুলিশ।

ওই তরুণী স্কুলে ঢুকেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সকাল ১০টা ২৭ মিনিটে ওই নারী পুলিশের গুলিতে নিহত হন। যুক্তরাষ্ট্রে নারীর এমন গুলি চালানোর ঘটনা বিরল। ওই তরুণী কীভাবে স্কুলের ভেতরে প্রবেশ করেছিল তা এখনো জানা যায়নি। বন্দুক হামলার ঘটনা ১৪ মিনিট স্থায়ী হয়েছিল।

প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘পরিবারের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বন্দুক সহিংসতা বন্ধ করতে আমাদের আরও কিছু করতে হবে।

 

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি ; হামলাকারীসহ ৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবাধিকার বিষয়ে ইরানের সর্বোচ্চ কাউন্সিল (এইচসিএইচআর) একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে যাতে ইরানে সাম্প্রতিক দাঙ্গার সময় ইরানি নিরাপত্তা বাহিনীর ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরিস্থিতি এবং সেই সঙ্গে কিছু পশ্চিমা দেশ এবং তাদের অনুচররা নৃশংস দাঙ্গা ও বিশৃঙ্খলা সংগঠিত করার ক্ষেত্রে যে স্পষ্ট ভূমিকা পালন করেছিল তা তুলে ধরেছে।

আজ (সোমবার) ইরানের টেলিভিশন নেটওয়ার্ক প্রেস টিভির মাধ্যমে পাওয়া ৮৩ পৃষ্ঠার প্রতিবেদনটি এই সত্যটি স্বীকার করে শুরু করেছে যে ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বদা পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে অ-হস্তক্ষেপমূলক কৌশল অনুসরণ করেছে।  একইভাবে অন্যদেশ তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক ইরান কখনোও সেই অনুমতি দেয় না। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করাকে বলদর্পী শক্তিগুলো নিজেদের অধিকার বলে বিবেচনা করে।

প্রতিবেদনে বলা হয়েছে যে এই এসব দেশ বিদ্বেষী ও আক্রমানত্মক মনোভাব নিয়ে বিভিন্ন  ধ্বংসাত্মক পদ্ধতির মাধ্যমে ইরানে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিতে চায় এবং ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর শত্রুরা তেহরানের  বিরুদ্ধে যেসব কৌশল ব্যবহার করেছে তার মধ্যে সন্ত্রাসবাদ অন্যতম।

ইরানের মানবাধিকারের সর্বোচ্চ কাউন্সিল বলেছে, গত চার দশকে ১৭ হাজারেরও বেশি ইরানীকে হত্যা করা হয়েছে।  শত্রুরা ইরানের মধ্যে অস্থিতিশীলতা এবং বিশৃ্ঙ্খলা সৃষ্টি করতে এমন কোনো কৌশল নেই যা তারা বাস্তবায়নের চেষ্টা করে নি। কিন্তু ইরানের স্বাধীনতা তারা হরণ করতে পারে নি এবং বলদর্পী শক্তিগুলোর অশুভ ইচ্ছার বিরুদ্ধে লড়াইয়ে ইরানি জনগণের প্রতিরোধকামীতায় কোনো চিড় ধরাতে পারে নি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭  সেপ্টেম্বর ইরানী তরুণী মাহসা আমিনির মর্মান্তিক মৃত্যুর পরে শত্রুরা ইরান জুড়ে বিশৃঙ্খলা এবং দাঙ্গা ছড়িয়ে দিতে একে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে।

 

ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডে বিদেশী এজেন্টরা জড়িত : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিন পিং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রশংসা করেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে মঙ্গলবার টেলিফোনে কথা বলার সময়ে তিনি এ প্রশংসা করেন।
সৌদি প্রেস এজেন্সির খবরে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।
সৌদি আরব ও ইরানের মধ্যে গত সাত বছর ধরে বিচ্ছিন্ন কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় একটি চুক্তি হয়।
শিয়া ধর্মগুরু নিমর আল নিমরকে ২০১৬ সালে সৌদি আরব ফাঁসি দিলে ইরানীরা প্রতিবাদ বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। এর জের ধরে সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
সম্পর্ক পুনরুদ্ধারে দু’দেশ যে চুক্তি ঘোষণা করেছে তাতে দু’মাসের মধ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নী সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব দু’মাসের মধ্যে তাদের দূতাবাসগুলো খুলবে। এছাড়া ২০ বছর আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করবে।
চুক্তি ঘোষিত হওয়ার পর এ প্রথম প্রকাশ্য মন্তব্যে শি বলেছেন, চীনের মধ্যস্থতায় যে সংলাপ শুরু হয়েছে, তা আঞ্চলিক ঐক্য ও সহযোগিতা জোরদারে বড়ো ধরনের ভূমিকা রাখবে।
যুবরাজ সালমান মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে প্রতিবেশীসুলভ সম্পর্ক উন্নয়নে সহযোগিতা প্রচেষ্টায় চীনা উদ্যোগে তার দেশের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য ইরান ও সৌদি আরবের মধ্যকার এ চুক্তি শি’র জন্যে বড়ো ধরনের অগ্রগতির প্রতিনিধিত্ব করছে। কারণ গত এক দশক ধরে ক্ষমতায় থেকে শি বৈশি^ক বিষয়ে চীনের সক্রিয় ভূমিকা আরো বাড়িয়ে তুলছেন।

 

মধ্যপ্রাচ্যে সম্পর্কের বরফ গলায় চীনের প্রেসিডেন্টের প্রশংসা

স্টাফ রিপোর্টার : এলাকার প্রতিবন্ধী ও অসহায় ৬৯ জন মানুষের মাঝে এমপি চঞ্চলের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

আজ ২৭ মার্চ সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল নিজেই এ চেক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খোন্দকার শামীম ঊদিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু,  স্বপুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

ঝিনাইদহের মহেশপুরের ৬৯ অসহায় ব্যাক্তিকে ঐচ্ছিক হতবিলের চেক দিলেন এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে আগুনে পুড়ে যাওয়া ৬টি ঘর নির্মাণের ঘোষণা দেওয়ার দু’দিনের মধ্যে অর্থ নিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।

আজ ২৭ মার্চ সোমবার বিকালে খালিশপুর আওয়ামী লীগ কার্যালয়ে এমপি শফিকুল আজম খান চঞ্চল ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের হাতে তাদের পুড়ে যাওয়া ঘর নির্মাণের নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বগা, সাধারণ সম্পাদক শাহাজান আলী, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান সাচ্চু, আওয়ামী লীগের ইউনিয়ন সম্বনয়কারী আক্তারুজ্জামান, জেলা পরিষদের সাবেক প্রভাষক এম এ আসাদ, ইউপি সদস্য বেল্টু মেম্বারসহ দলীয় নেতৃবৃন্দ।

ঝিনাইদহের মহেশপুরের খালিশপুরে আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মাণের জন্য অর্থ দিলেন এমপি চঞ্চল

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে যুবক মিরাজকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সকালে শহরের পায়রাচত্বরে যুবকের স্বজনসহ এলাকাবাসী এ কর্মসূচীর আয়োজন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে ব্যানার, পোস্টার, লিফলেট নিয়ে এলাকাবাসীর কয়েক’শ নারী পুরুষ মানুষ অংশ নেয়।

মানববন্ধনে আহত যুবক মিরাজের পরিবার ও সহপাঠিরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, গত ২৪ মার্চ কথাকাটাকাটির জেরে শহরের কালিকাপুরে যুবক মিরাজ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে মারত্মকভাবে জখম করে। বর্তমানে মিরাজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত মিরাজের বাবা শুকুর আলী বাদি হয়ে ৫ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে। কিন্তু প্রধান আসামীসহ অন্য আসামীদের এখন গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামীদের গ্রেফতারে দাবী জানান তারা।

 

ঝিনাইদহে যুবককে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :স্বাধীনতার পর ২৯ বছরের ইতিহাসের কালো অধ্যায়ের ইতি টেনে আওয়ামী লীগের নেতৃত্বে আলোর পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলা বাংলাদেশ আর পিছু হটবে না। স্বাধীনতা দিবসের আলোচনায় দৃঢ়তার সাথেই সব যড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

১৯৭১ সালের ২৬ মার্চ বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পাকিস্তানি শাসন আর শোষণ থেকে মুক্তির ডাক দিয়েছিলেন। স্বাধীনতার বায়ান্ন বছরে সেই ইতিহাসের ধারাবাহিকতা বহন করে চলেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।

আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগের অবদান।

মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র ক্ষমতার পালাবদলে বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসনে বিএনপির বিতর্কিত ভূমিকার সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, “অবৈধ দখলকারীদের হাতে তৈরি করা যে সংগঠন, তারা নাকি গণতন্ত্র চায়। যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি। যাদের জন্ম মিলিটারি ডিক্টেটরশিপের মধ্য দিয়ে, তারা আবার গণতন্ত্র চায়। গণতন্ত্রের জন্য নাকি তারা লড়াই করে। ওদের জিজ্ঞেস করতে হয়, তাদের জন্মটা কোথায়? অবৈধ দখলদার এটা তো আমাদের কথা না। আমাদের উচ্চ আদালত বলে দিয়েছে, জিয়া-এরশাদ সম্পূর্ণ অবৈধ। তারপর তারাও নাকি গণতন্ত্রের জন্য সংগ্রামও করে।”

তিনি বলেন, ‘বিএনপি নালিশ করে তাদের ওপরে নাকি খুব অত্যাচার করা হয়। অত্যাচার তো আমরা করি নাই, অত্যাচার করেছে বিএনপি-জামায়াত জোট। জিয়াউর রহমান এসে হাজার হাজার মানুষ হত্যা করেছে। সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার, সৈনিক থেকে শুরু করে প্রায় ৫ হাজার মানুষকে নির্বিচারে ফাঁসি দিয়েছে, গুলি করেছে, হত্যা করেছে। পরিবারগুলো তাদের প্রিয়জনের লাশও পায়নি। সব লাশ গুম হয়ে গেছে।’

দেশের দূরাবস্থা দেখিয়ে বিদেশিদের সুবিধা নেওয়া শ্রেণির সমালোচনা করেন প্রধানমন্ত্রী।  তিনি বলেন, ‘আমি জানি, অনেক আন্তর্জাতিক শক্তি আছে, এই ধারাবাহিক গণতন্ত্র তাদের পছন্দ হয় না। আর আমাদের কিছু আঁতেল আছে, তাদের তো (ধারাবাহিক গণতন্ত্র) পছন্দই না। তারা মনে করে, একটা অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে তাদের কদর বাড়ে। কারণ যারা অবৈধভাবে যারা ক্ষমতায় আসে, তাদের কিছু লোক হাতের লাঠি লাগে বা খুঁটি লাগে। সেই লাঠি হতে পারছে না বলেই তাদের মনে খুব দুঃখ।’

মানুষের আস্থা নিয়ে আলোর পথে যাত্রা করা অদম্য বাংলাদেশ আর পিছু হটবে না বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, ‘সেই কালো মেঘ কেটে দেশের মানুষের জন্য আমরা একটা নতুন সূর্যের আলো নিয়ে এসেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আলোর পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশ, সেই পথেই এগিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের মানুষের যে আস্থা-বিশ্বাস সৃষ্টি হয়েছে, তা নিয়েই যেন তারা এগিয়ে চলে। কারও মিথ্যা কথায় যেন কেউ বিভ্রান্ত না হয়।’

ইফতার পার্টির খরচ অসহায় মানুষের কল্যাণে ব্যয়ের সিদ্ধান্ত জানান সরকার প্রধান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মুক্তিযুদ্ধ সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির প্রমুখ।

যড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি  শেখ হাসিনা রমযান মাসে জনজীবনের পবিত্রতা ও শান্তিকে উপেক্ষা করে আন্দোলনের জন্য বিএনপির আহ্বানের সমালোচনা করে দেশবাসীকে উন্নয়নের বিরুদ্ধে যে কোনো ধরনের আন্দোলনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, ‘তারা বিএনপি) এই রমযান মাসেও আন্দোলনের ঘোষণা দিয়েছে।’

তিনি তাদের উদ্দেশ্য করে বলেন, ‘অন্তত এই রমযান মাসে তো জনগণকে আন্দোলন থেকে নিস্তার দেন।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি দেশবাসীকে মনে করিয়ে দেন যে, রমযান মাসে বেতন বৃদ্ধির আন্দোলনে খালেদা জিয়া ১৭ শ্রমিককে গুলি করে হত্যা করেছিলেন।
শেখ হাসিনা আরো বলেন, ‘যারা রমজান মাসে মানুষকে গুলি করে হত্যা করে, তারা রমযান মাসের প্রতি সম্মান দেখাবে কি করে? তাইতো তারা এই মাসে আন্দোলনের ডাক দিয়েছে। পবিত্র রমজান মাস ও মানুষের দুর্ভোগের প্রতি তাদের কোন অনুভূতিই নেই।’

তিনি বলেন, আওয়ামী লীগ কোন ইফতার পার্টি না করে- রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের জন্য তাদের মধ্যে এই অর্থ ও খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশের ব্যাপক উন্নয়ন দেখে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের প্রতি সম্মান দেখাতে বাধ্য হলেও বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়ন না দেখা বিএনপি নেতৃবৃন্দ ও কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বিশ্ব সম্প্রদায় বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বর্ণনা করতে বাধ্য হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, তার সরকারের অক্লান্ত পরিশ্রম এবং অব্যাহত গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গত ১৪ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. পারভীন জামান কল্পনা ও অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে হুমায়ুন কবির ও এসএম মান্নান কচি বক্তব্য রাখেন।

আলোচনা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ, এমপি ও সহ-সভাপতি সৈয়দ আবদুল আউয়াল শামীম। সূত্র: বাসস

রমযানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনায় প্রধানমন্ত্রী