27 Feb 2025, 10:28 am

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে অষ্টাদশ শতাব্দীর শাসক টিপু সুলতানের হত্যাকারী নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি নির্বাচনের আগে টিপু সুলতানকে ইস্যু হিসেবে ব্যবহার করছে। হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শের কিংবদন্তি ভিডি সাভারকরকে টিপু সুলতানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে দলটি। খবর এনডিটিভির।

বিজেপির দাবি, শের-ই-মহীশূর নামে পরিচিত টিপু সুলতানকে ব্রিটিশ বা মারাঠা বাহিনী নয় বরং ভোক্কালিগা সম্প্রদায়ের দুই নেতা হত্যা করেছিলেন। কর্ণাটকের ক্ষমতার রাজনীতিতে ভোক্কালিগা সম্প্রদায় গুরুত্বপূর্ণ।

স্থানীয় এক বিখ্যাত ধর্মীয় নেতা টিপু হত্যার সঙ্গে এই সম্প্রদায়ের দুইজন সদস্যকে জড়িত করার বিজেপির বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, তবে বিজেপি তাদের দাবি থেকে পিছু হটছে না। প্রাচীন মহীশূর অঞ্চলের একদল লোক দাবি করেছিল, টিপু সুলতানকে দুই ভোক্কালিগা প্রধান উরি গৌড়া ও নাঞ্জে গৌড়া হত্যা করেছিলেন।

যদিও অনেক ইতিহাসবিদ এই দাবির সঙ্গে একমত নন, তবে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিটি রবিসহ দলের কিছু নেতা এই দাবির পক্ষে কথা বলছেন। বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে এবং অশ্বথ নারায়ণের মতে, উরি গৌড়া ও নাঞ্জে গৌড়া যে টিপুর খুনি ছিলেন তার ঐতিহাসিক প্রমাণ রয়েছে।

ভোক্কালিগা সম্প্রদায়ের লোকেরা দীর্ঘদিন ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস ও এইচডি কুমারস্বামীর নেতৃত্বাধীন জনতা দল সেকুলারের সমর্থক। উভয় দলের মতে, উরি গৌড়া ও নাঞ্জে গৌড়া নামে কেউ ছিল না। এগুলো কাল্পনিক চরিত্র হতে পারে।

 

রাজনৈতিক ফায়দা নিতে টিপু সুলতানের হত্যা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করছে বিজেপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার আগ্রাসনের মাত্র এক বছরের মধ্যে ইউক্রেনের পুনর্গঠন ও পুনরুদ্ধারের জন্য ৪১১ বিলিয়ন ডলার প্রয়োজন। বিশ্বব্যাংক বুধবার একথা বলেছে।
ইউক্রেনের সরকার, বিশ্বব্যাংক, ইউরোপীয় কমিশন এবং জাতিসংঘের যৌথ মূল্যায়নে সেপ্টেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে আনুমানিক পূনর্গঠন ব্যয় ৩৪৯ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ মূল্যায়নে আশা করা হয়, ২০২৩ সালে জরুরি এবং অগ্রাধিকারমূলক পুনর্গঠন এবং পুনরুদ্ধার কাজে বিনিয়োগের জন্য কিয়েভের ১৪ বিলিয়ন ডলার প্রয়োজন।
মূল্যায়ন অনুসারে, এই চাহিদাগুলো পূরণের জন্য ইউক্রেনের সরকার ইতোমধ্যে ২০২৩ সালের বাজেটের বাইরে আরো ১১ বিলিয়ন অর্থায়নের জন্য আহ্বান জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর লক্ষাধিক মানুষ  বাস্তুচ্যুত হয়েছে এবং যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শমিগাল এক বিবৃতিতে বলেছেন, ‘বিদ্যুৎ অবকাঠামো, আবাসন, জরুরি অবকাঠামো, অর্থনীতি এবং মানবিক বিপর্যয় এই বছরের জন্য আমাদের পাঁচটি অগ্রাধিকার।
তিনি আরো জানান, এরই মধ্যে পুনঃনির্মাণের কিছু অংশ সম্পন্ন হয়েছে।
কিন্তু শ্যামিগাল সতর্ক করে দিয়েছিলেন, ‘বর্তমানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি এবং পুনরুদ্ধারের প্রয়োজন তাতে দখলকৃত অঞ্চলের অবকাঠামো, আবাসন এবং ব্যবসার ক্ষতির তথ্য অন্তর্ভুক্ত নয়।’
কিন্তু ৪১১ বিলিয়ন ডলারের প্রয়োজন ২০২২ সালের জন্য, যা দেশের আনুমানিক মোট দেশজ উৎপাদনের ২.৬ গুণ।
বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়ার ভাইস প্রেসিডেন্ট আনা বজেরদে বলেছেন, সর্বাধিক প্রত্যাশিত চাহিদাগুলো পরিবহনে, তারপরে আবাসন এবং বিদ্যুৎ। ইউক্রেনের পুনর্গঠনে ‘কয়েক বছর সময় লাগবে’।

ইউক্রেন পুনর্গঠনে ৪১১ বিলিয়ন ডলার প্রয়োজন : বিশ্বব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভেতর ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছে রাশিয়া।

দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক টুইট বার্তায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আদালতে আঘাত হানার হুমকি দিয়ে বলেছেন, ‘এটি চিন্তা করা সম্ভব সাগরে অবস্থানরত রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হেগের আদালত ভবনের ভেতর আঘাত করেছে।’

তিনি আরও বলেছেন, ‘সবাই সৃষ্টিকর্তা ও রকেটের অধীনে আছে…সতর্কতার সঙ্গে আকাশের দিকে তাকান।’

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান ও বিচারকদের বিরুদ্ধে মামলাও করেছে রাশিয়া।

রাশিয়ার এসব হুমকি-ধামকি দেওয়ার পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সংস্থাটি জানিয়েছে, তারা এসব ‘হুমকিতে চিন্তিত।’

আইসিসি পরিষদের প্রেসিডেন্সি এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করার প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়ায় প্রচেষ্টায় আমরা অত্যন্ত ব্যথিত।’

গত ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট দপ্তরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে এসেছেন তারা। যা যুদ্ধাপরাধের শামিল।

বিশ্বের ১২৩টি দেশ এই আদালতের সদস্য। বিধি অনুযায়ী, আইসিসি যখন কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে এবং অভিযুক্ত যদি্ এই সদস্য দেশগুলোতে যান তাহলে তাকে আটক করতে হবে এবং আদালতের কাছে হস্তান্তর করতে হবে। আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। ফলে এই আদালত পুরোপুরি সদস্য রাষ্ট্রগুলোর ওপর নির্ভরশীল। সূত্র: আল জাজিরা

 

পুতিনের বিরুদ্ধে পরোয়ানা জারী করায় আদালতে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্কটল্যান্ডের এডিনবার্গের বন্দরে দাঁড়িয়ে থাকা পেট্রেল নামের একটি জাহাজ বুধবার (২২ মার্চ) বাতাসের ধাক্কায় কাত হয়ে গেছে। গবেষণা ও পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করার কাজে এটি ব্যবহার করা হতো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাহাজটির মালিক যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। আগে এটির মালিক ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন। ২০১৮ সালে অ্যালেন মারা যান।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, জাহাজ কাত হয়ে যাওয়ার ঘটনায় ২৫ হন আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর ১০ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে।

এডিনবার্গের লেথের উপকণ্ঠে অবস্থিত ইম্পেরিয়াল ডকে এ ঘটনা ঘটে। এরপর বুধবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে জরুরি পরিষেবা সংস্থাকে খবর দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিশালাকৃতির জাহাজটি ডকের দেয়ালের পাশে ৪৫ ডিগ্রি কাত হয়ে আছে।

এডিনবার্গের স্থানীয় রাজনীতিবিদ অ্যাডাম ম্যাকভে এক টুইট বার্তায় বলেছেন, ‘শক্তিশালী বাতাসে‘ কারণে জাহাজটি ডক থেকে ছুটে যায়। এরপর এটি কাত হয়ে যায়। ওই সময় যারা জাহাজে ছিলেন তাদের জন্য বিষয়টি ‘ভয়ানক ঘটনা’ ছিল বলে উল্লেখ করেছেন তিনি।

জাহাজটি ২০২০ সাল থেকেই স্কটল্যান্ডের ওই ডকটিতে বাঁধা ছিল। করোনা মহামারির কারণে এটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

জাহাজ বেকে যাওয়ার পর উদ্ধারকাজ চালাতে স্কটিশ অ্যাম্বুলেন্স সার্ভিস পাঁচটি অ্যাম্বুলেন্স, একটি হেলিকপ্টার ও একটি ট্রমা দলকে পাঠায়। এছাড়া কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে অংশ নেন।

এডিনবার্গ পুলিশ জানিয়েছে, তারা এখনো ঘটনাস্থলে আছে এবং নির্বিঘ্নে উদ্ধার কাজ চালানোর জন্য ওই এলাকা দিয়ে আপাতত সাধারণ মানুষকে চলাচল না করতে অনুরোধ জানানো হয়েছে।

২০০২ সালে এই গবেষণা জাহাজটির যাত্রা শুরু হয়। মূলত সাগরের তলদেশে থাকা পুরোনো জাহাজা খুঁজে বের করার জন্যই এটি তৈরি করা হয়েছিল। জাহাজটির নামকরণ করা হয়েছে পেট্রেল নামের একটি পাখির নামানুসারে।

জাহাজটি এখন পর্যন্ত প্রায় ৩০টি পুরোনো জাহাজ উদ্ধার করেছে। যার মধ্যে রয়েছে ইউএসএস ইন্ডিয়ানপোলিস। যেটি ১৯৪৫ সালে তিনিয়ান দ্বীপে প্রথম অ্যাটোমিক বোমার উপাদান নিয়ে গিয়েছিল। এছাড়া এই জাহাজটি উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের ইউএসএস হর্নেট নামের অপর এক যুদ্ধ জাহাজকে। এই জাহাজটি পিয়ার্ল হার্বারে জাপানের আক্রমণের পর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সূত্র: বিবিসি, সিবিএস

আমেরিকায় শনিরদশা ; ব্যাংকের পর এবার বাতাসের ধাক্কায় কাত হয়ে গেল মার্কিন নৌবাহিনীর জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, ফেক নিউজ সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। সত্য ও মিথ্যার মধ্যে ব্যবধান দূর করতে হবে। ভুয়া খবর গণতন্ত্রকে বিব্রত করে ধ্বংস করার ক্ষমতা রাখে।

বুধবার (২২ মার্চ) ‘রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ডস ২০২৩’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিজের ভাষণে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। খবর সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন তিনি। বিভিন্ন অপরাধমূলক মামলায় যেভাবে ‘মিডিয়া ট্রায়াল’ হয় তা নিয়েও প্রচ্ছন্ন বার্তা দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, কোর্ট রায় দেওয়ার আগেই মিডিয়া ঠিক করে ফেলে দোষী কে!

প্রধান বিচারপতি বলেন, নিরপরাধদের অধিকার লঙ্ঘন না করে জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়া মিডিয়ার কাজ। দায়িত্বশীল সাংবাদিকতা সত্যের আলোকবর্তিকা এবং এটি গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করার সময় সাংবাদিকদের তাদের প্রতিবেদনে নির্ভুলতা, নিরপেক্ষতা এবং নির্ভীকতা বজায় রাখতে হবে।

ডিওয়াই চন্দ্রচূড় বলেন, গণতন্ত্রের প্রাণবন্ততা আপস হয়ে যায় যখন সংবাদপত্রকে তার কাজে বাধা দেওয়া হয়। ভারতের প্রধান বিচারপতি বলেন, তাই সংবাদপত্রকে স্বাধীন থাকতে হবে এবং সাংবাদিকের পদ্ধতির সঙ্গে মতানৈক্য যেন ঘৃণা বা সহিংসতায় পরিণত না হয়।

 

ভুয়া খবর গণতন্ত্রকে বিব্রত করে ধ্বংস করার ক্ষমতা রাখে: ভারতের প্রধান বিচারপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানে ব্রিটিশ সেনা সদস্যদের বেআইনি হত্যাকাণ্ডের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ব্রিটিশ সামরিক বাহিনী ও দেশের সুনাম রক্ষার জন্য এ তদন্তের প্রয়োজন ছিল বলে মনে করা হচ্ছে।

২০১০ সালের মাঝামাঝি থেকে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে মোতায়েন ব্রিটিশ স্পেশাল ফোর্সেস (কমান্ডো) বাহিনীর পরিচালিত রাতের অভিযানগুলোর ব্যাপারে এই তদন্তে অনুসন্ধান চালানো হবে।

আইন বহির্ভূত হত্যা এবং সেগুলোকে পরবর্তীকালে ধামাচাপা দেওয়া- দুটি অভিযোগই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

লর্ড জাস্টিস হ্যাডন-কেভ বলেছেন, এটি স্পষ্টতই গুরুত্বপূর্ণ যে আইন ভঙ্গ করেছে যে তাকে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং একইভাবে, যারা কোনো দোষ করেননি তাদের মাথার ওপর থেকেও সন্দেহের কালো মেঘ দূর করতে হবে।

আইনি হত্যাকাণ্ডের অভিযোগগুলো তদন্ত করতে এর আগে ২০১৪ সালেও তদন্ত করেছিল রয়্যাল মিলিটারি পুলিশ। কিন্তু কোনো অভিযোগ গঠন ছাড়াই ২০১৯ সালে ওই তদন্ত আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগ সে সময়ে বলেছিল, ৬০০টিরও বেশি কথিত অভিযোগ থাকলেও অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি।  বিবিসি।

 

আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর বেআইনি হত্যার অভিযোগের তদন্ত শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন করে সুদহার বাড়ালে ব্যাংকিং খাতে আরও অস্থিরতা দেখা দিতে পারে— এমন শঙ্কা থাকা সত্ত্বেও আবারও সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।

মঙ্গলবার (২২ মার্চ) ফেডারেল রিজার্ভ সুদের হার ০ দশমিক ২৫ পয়েন্ট বাড়ানোর ঘোষণা দেয়। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক দাবি করেছে, ব্যাংকিং খাত শক্ত অবস্থানে আছে। তবে তারা সঙ্গে সতর্কতা দিয়েছে, যেসব ব্যাংক বন্ধ হয়ে গেছে আগামী কয়েক মাসে সেগুলোর বিরূপ প্রভাব পড়তে পারে।

বিশ্বব্যাপী জীবন ব্যয় ও দ্রব্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে গত বছর থেকেই সুদহার বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্রের ব্যাংক।

তবে সুদহার বৃদ্ধির বিষয়টি ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি করেছে। এ মাসেই সিলিকন ভ্যালি এবং সিগনেচার নামে দুটি ব্যাংকে ধস নেমেছে শুধুমাত্র এ কারণে।

ব্যাংকগুলো যেসব বন্ড কিনে রেখেছে, আশঙ্কা করা হচ্ছে সুদহার বৃদ্ধির কারণে সেসব বন্ডের দাম কমে যাবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধির যে পূর্বাভাস ব্যাংক দিয়েছে তাতে বলা হয়েছে, তারা আশা করছে ২০২৩ সালে প্রবৃদ্ধি হবে ০ দশমিক ৪ শতাংশ। আর ২০২৪ সালে প্রবৃদ্ধি হবে ১ দশমিক ২ শতাংশ। যা সাধারণের তুলনায় অনেক কম। এছাড়া গত বছরের ডিসেম্বরে প্রবৃদ্ধির যে পূর্বাভাস তারা দিয়েছিল সেটি থেকেও এটি কম।

গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের মার্চ পর্যন্ত টানা ৯ দফা সুদহার বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ। গত বছর যেখানে ঋণের ক্ষেত্রে নামেমাত্র সুদ দেওয়া লাগত, এখন সেটি বেড়ে ৫ শতাংশে দাঁড়িয়েছে।

মার্কিন নিয়ন্ত্রক ব্যাংক আরও জানিয়েছিল, সুদহার বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। তবে গতকাল নিজেদের সুর নরম করেছে কেন্দ্রীয় ব্যাংক। তারা বলেছে, সুদহার বৃদ্ধির বদলে ‘নীতিতে পরিবর্তন আনলে সবচেয়ে ভালো হবে।’

প্যান্থিয়ন ম্যাক্রোইকোনোমিকস নামের একটি সংস্থার প্রধান অর্থনীতিবিদ ইয়ান শেপার্ডসন বলেছেন, ‘ফেডারেল রিজার্ভের এ সিদ্ধান্ত সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, তারা ভীত।’

সুদহার বাড়া মানে হলো বাড়ি কেনার খরচ বেড়ে যাওয়া, ব্যবসার পরিধি বাড়ানোসহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়া। সুদহার বাড়িয়ে মূলত এসব বিলাসী পণ্যের চাহিদা কমানোর চেষ্টা করে কেন্দ্রীয় ব্যাংক। এরমাধ্যমে বাজার স্থিতিশীল থাকে। সূত্র: বিবিসি

ব্যাংকিং খাত বিপর্যয় সত্ত্বেও সুদেরহার বাড়াল আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব কয়েক দশকের। এই ইস্যুতে একাধিক যুদ্ধেও জড়িয়েছে দেশ দু’টি। এই পরিস্থিতিতে তীর্থযাত্রার জন্য পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরের সঙ্গে করিডোর খোলার পরিকল্পনা করছে ভারত।

মূলত পাঞ্জাবের কর্তারপুর করিডোরের আদলে এই করিডোর খোলার চেষ্টা চালাবে ভারত। বৃহস্পতিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার পাঞ্জাবের কর্তারপুর করিডোরের আদলে শারদা পীঠ তীর্থযাত্রার জন্য পাকিস্তানশাসিত আজাদ কাশ্মিরের সঙ্গে একটি করিডোর খোলার প্রচেষ্টা চালাবে।

তবে ভারতকে এই পদক্ষেপটি বাস্তবায়ন করতে হলে পাকিস্তানের অনুমতি পেতে হবে এবং ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মিরের কুপওয়ারার তেতওয়ালে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পুনরায় খোলার প্রয়োজনীয়তা দেখা দেবে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর থেকে এটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

এনডিটিভি বলছে, বুধবার ভারতশাসিত কাশ্মিরের কুপওয়ারা জেলার তেতওয়ালে শারদা দেবী মন্দির উদ্বোধন করার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা দেন। মন্দিরটি এলওসি বরাবর কিষাণগঙ্গা নদীর তীরে নির্মিত হয়েছে, যেটি কার্যত পূর্ববর্তী জম্মু ও কাশ্মির রাজ্যকে বিভক্ত করেছে।

বুধবার অমিত শাহ বলেন, ‘রবিন্দর পণ্ডিতা বলেছেন- কর্তারপুর করিডরের আদলে তীর্থযাত্রীদের জন্য শারদা পীঠ উন্মুক্ত করা উচিত। ভারত সরকার অবশ্যই এই বিষয়ে প্রয়াস চালাবে। এতে কোনও দ্বিমত নেই।’

এনডিটিভি বলছে, ভারত-পাকিস্তান সীমান্তের দুই পাশের তথা এলওসি’র দুই পাশের বাণিজ্য এবং শ্রীনগর-মুজাফফরাবাদ বাস পরিষেবা ২০১৯ সাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

আর তাই ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর উভয় পক্ষের মধ্যে আবারও যোগাযোগ উন্মুক্ত করে আজাদ কাশ্মিরে তীর্থযাত্রার জন্য করিডোর খোলা হবে প্রথম বড় পদক্ষেপ।

প্রাচীন শারদা মন্দির এবং শিক্ষার কেন্দ্র বা শারদা পীঠ আজাদ কাশ্মিরের এলওসিজুড়ে নীলম উপত্যকায় অবস্থিত। অমিত শাহ বলেন, মন্দিরের উদ্বোধন নতুন যুগের সূচনা করছে এবং শারদা সভ্যতা ও শারদা লিপি আবিষ্কারের দিকে এক ধাপ এগিয়ে দেবে।

পাকিস্তানশাসিত কাশ্মিরের সঙ্গে করিডোর খোলার চেষ্টা করছে ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি কর্মকর্তারা সম্প্রতি লেবাননে সামরিক আগ্রাসন চালানোর যে হুমকি দিয়েছেন তা নাকচ করে দিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির  মহাসচিব বলেছেন, ইহুদিবাদীদের যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেয়া হবে। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গতকাল (বুধবার) বৈরুতে এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উত্তর ইসরাইলে সম্প্রতি এক বোমা হামলার দায় হিজবুল্লাহর ওপর চাপিয়ে দেয়ার পর সাইয়্যেদ নাসরুল্লাহ এ মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, লেবাননে যুদ্ধ চাপিয়ে দেয়া হলে সে যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে।

হিজবুল্লাহ নেতা বলেন, “ইহুদিবাদীদের যেকোনো আগ্রাসনে যদি লেবাননের কোনো ব্যক্তির ক্ষতি হয় চাই সে লেবাননের নাগরিক হোক বা ফিলিস্তিনি হোক কিংবা অন্য কোনো দেশের নাগরিক হোক হিজবুল্লাহ তার তাৎক্ষণিক কঠোর জবাব দেবে।”

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইলের উত্তরাঞ্চলীয় মেগিড্ডো শহরে গত ১৩ মার্চের হামলা প্রমাণ করে ইসরাইল তার অল্প ক’দিনের ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে।

ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, গত ১৩ মার্চ লেবানন থেকে এক ব্যক্তি ইসরাইলে প্রবেশ করে সেখানকার মেগিড্ডো শহরের রাস্তায় একটি বোমা পেতে রেখে যায়। ওই বোমা বিস্ফোরিত হয়ে একজন ইসরাইলি আহত হয়। তেল আবিব দাবি করেছে, লেবানন থেকে আসা হিজবুল্লাহর সঙ্গে জড়িত একজন ফিলিস্তিনি শরণার্থী ওই বোমা পুতে রেখে গেছে।

 

 

ইহুদিবাদীদের যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেয়া হবে : হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি গতকাল (বুধবার) মস্কোয় এক বক্তব্যে এ মন্তব্য করেন বলে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে।

রিয়াবকভ আরো বলেছেন, গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছে সেটি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে গোপনে বা প্রকাশ্যে কোনো আলোচনা হবে না। তিনি মস্কোর প্রতি ওয়াশিংটনের ‘বিদ্বেষী নীতি’র তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই মুহূর্তে ওই চুক্তিতে রাশিয়ার ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আজই পারমাণবিক যুদ্ধ বেধে যাবে কিনা সে আশঙ্কা সম্পর্কে আমি হুট করে কোনো মন্তব্য করতে রাজি নই, তবে গত কয়েক দশকের মধ্যে সে আশঙ্কা যে এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সেকথা আমি বলতে পারি।”

তিনি একথাও বলেন যে, রাশিয়া বিশ্বকে পারমাণবিক যুদ্ধ থেকে ‘মুক্ত ও নিরাপদ’ রাখার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। তবে [ইউক্রেনে] রাশিয়ার সঙ্গে আমেরিকা সরাসরি সংঘাতে লিপ্ত হওয়ায় ওই প্রতিশ্রুতি কতক্ষণ রক্ষা করা যাবে সে বিষয়ে প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

আমেরিকার সঙ্গে পরমাণু যুদ্ধের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী