23 Feb 2025, 03:16 pm

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়েছে। এর মধ্যে দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ৯টি স্টেশনই চালু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটির গেট খোলা হয়েছে। সাড়ে ৮টার পর থেকে ট্রেন থামতে শুরু করে।

মেট্রোরেলের এই অংশে মোট স্টেশন ৯টি। সেগুলো হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

শুরুতে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চললেও গত ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালনা করা হয়। আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী পরিবহন করবে বিদ্যুৎ চালিত দ্রুতগতির এই রাষ্ট্রীয় বাহনটি।

 

আগারগাঁও থেকে উত্তরা সব স্টেশন চালু হলো মেট্রোরেলের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদে নৌ-যানের ভাড়া না বাড়ানোসহ নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে একথা জানান মন্ত্রী।

তিনি বলেন, যতোই সমালোচনা হোক না কেন পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে না। ঈদের আগে ও পরের ৩ দিন পচনশীল পণ্য ছাড়া ট্রাক ও কাভার্ডভ্যান বন্ধ থাকবে বলেও জানান তিনি।

ঈদের সময় কালবৈশাখীর সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মানার আহবান জানান প্রতিমন্ত্রী।

 

পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে না : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে শিবচর হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান চলছে। বুধবার (২৯ মার্চ) দুপুর পর্যন্ত গতিসীমা না মানায় ৩০টি যানবাহনকে মামলা দিয়েছে পুলিশ। এ নিয়ে গত ৩ দিনে ৩৭৮টি মামলা করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ সকালে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস দুর্ঘটনার ১৯ জন নিহত হন। এরপর থেকে গতিসীমা নিয়ন্ত্রণে তৎপর হয় হাইওয়ে পুলিশ।

শিবচর হাইওয়ে থানা সূত্র আরও জানিয়েছে, গতিসীমা লঙ্ঘন করায় বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩০টি যানবাহনকে মামলা দেওয়া হয়। এর আগে গত সোমবার ১৯৪টি এবং মঙ্গলবার ১৫৪টি মামলা করে পুলিশ। গতিসীমা নিয়ন্ত্রণে এক্সপ্রেসওয়েতে হাইওয়ে পুলিশের তিনটি টিম কাজ করছে।

শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘গতিসীমা লঙ্ঘন করায় গত তিন দিনে ৩৭৮টি মামলা হয়েছে। আমাদের একাধিক টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে।’

 

গতিসীমা না মানায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৩ দিনে ৩৭৮ মামলা দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার থেকে সিংগী বাজার পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৮২ লাখ টাকা। তবে নির্মাণের মাত্র দুদিনের মাথায় রাস্তার বিটুমিন (পীচ) উঠে যাচ্ছে। নিম্নমানের বিটুমিন, ইট ও সামগ্রী ব্যবহার করে রাস্তাটি নির্মাণ করায় এমন হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

জানা যায়, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার থেকে সিংগী বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি) এর আওতায় তৈরি করা হয়। নির্মাণকাজে ব্যয় ধরা হয় ৮১ লাখ ৬৩ হাজার ৩৩৭ টাকা। রাস্তাটি নির্মাণের দায়িত্ব পান কাঞ্চননগর এলাকার ঠিকাদার নিশিত বসু। তবে ঠিকাদার নিশিত বসুর কাছ থেকে কাজটি নিয়ে নেন ঝিনাইদহের রাশেদ হোসেন নামের এক ব্যক্তি। সোমবার (২৭ মার্চ) বিকেলে কাজ শেষ করেছেন তিনি। কাজটির তদারকির দায়িত্বে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আবু তাহের।

সিংগী বাজারের স্থানীয় বাসিন্দা সুজয় সাহা বলেন, রাস্তায় পিচ দেওয়ার দুদিনের মাথায় সব উঠে যাচ্ছে। এমন রাস্তা করার চেয়ে না করায় ভালো।

একই বাজারের তপন কুমার ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন, সোমবার কাজ শেষ হয়েছে। মঙ্গলবার ভ্যানের চাকার সঙ্গে পিচ ঢালাই উঠে যাচ্ছে। এমন রাস্তা জীবনেও দেখিনি। দুইদিন পার হয়ে গেলেও পিচ ও খোয়া জমাট বাঁধেনি। রাস্তায় হাত দিলেই পিচ উঠে যাচ্ছে।

ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি রাশেদ হোসেন জানান, রাস্তার কাজ ইঞ্জিনিয়ার বুঝে নিয়েছেন। এখন আর কিছুই করার নেই। আর পিচ জমাট বাঁধতে সময় লাগে।

কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করেছি। একটু সময় দিলে পিচ জমে যাবে।

ঝিনাইদহের কালীগঞ্জে ৮২ লাখ টাকায় নির্মিত রাস্তার পীচ উঠে গেল ২ দিন পরেই