১. আল্লাহুম্মা আজিরনী মিনান্নার। (ফজর ও মাগরীবের ফরজ নামাজের সালাম ফেরানোর পর পরই) ৭ বার।
২. ইসতেগফার ঃ আসতাগ ফিরুল্লাহাল্লাজী লা-ইলাহা ইল্লা হুয়্যাল হাইয়্যুল ক্বাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। (প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর) ৩ বার।
৩. আয়াতুল কুরসি। (প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর পরই) ১ বার।
৪. সূরা হাশরের শেষ ৩ আয়াত। (ফজর ও মাগরীবের আগে অথবা পরে)।
৫. লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মূলকু ওয়া লাহুল হামদু ইউহ্য়ী ওয়া ইউমিতু ওয়f হুয়া আ’লা কুল্লি শাইয়্যিন কাদির। (প্রতিদিন ফজরের নামাযের পর) ১০ বার।
৬. সূরা ফাতিহা। (পাঁচ ওয়াক্ত নামাজের পর) ১ বার।
৭. সূরা এখলাস। (পাঁচ ওয়াক্ত নামাজের পর) ১০ বার।
৮. ওয়াল্লাহু আ’লা কুল্লি শাইয়্যিন কাদির। (ফজর ও মাগরীবের পর) ৩ বার।
৯. আল্লাহুম্মা হাসিবনী হিসাবাই ইয়াসিরা। (ফজর ও মাগরীবের পর) ৩ বার।
১০. দোয়া ইউনুস।(ফজর ও মাগরীবের পর) ৭ বার ।
১১. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। (ফজর ও মাগরীবের পর) ৩ বার।
১২. আল্লাহুম্মা আজিরনী ফি মুছিবাতি ওয়াখলুফনী খাইরাম মিনহা। (ফজর ও মাগরীবের পর) ৩ বার।
১৩. আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কুবুর। (ফজর ও মাগরীবের পর) ৭ বার।
১৪. আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম। (ফজর ও মাগরীবের পর) ৭ বার।
১৫. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতুল ফিরদাউস। (ফজর ও মাগরীবের পর) ৭ বার।
১৬. লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মূলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়্যিন কাদির। (ফজর ও মাগরীবের পর) ১০ বার।
১৭. আল্লাহু আকবার -১০ বার, সোবহানাল্লাহ-১০ বার, আল্লাহুমাগফিরলি-১০ বার। (পাঁচ ওয়াক্ত নামাজের পর)।
১৮. সোবহানাল্লাহ- ১০ বার, আলহামদুলিল্লাহ- ১০ বার, আল্লাহু আকবার- ১০ বার । (পাঁচ ওয়াক্ত নামাজের পর)।
১৯. সোবহানাল্লাহ- ৩৩ বার, আলহামদুলিল্লাহ- ৩৩ বার, আল্লাহু আকবার- ৩৩ বার পড়ার সাথে সাথেই “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মূলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়্যিন কাদির”। ১ বার পড়তে হবে। (পাঁচ ওয়াক্ত নামাজের পর)।
২০. সোবহানাল্লাহি ওয়া বিহামদিহি। (ফজর ও মাগরীবের পর) ১০০ বার।
২১. সোবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। (ফজর ও মাগরীবের পর) ১০০ বার।
২২. সোবহানাল্লাহি ওয়া বিহামদিহি সোবহানাল্লাহিল আজিম। (ফজর ও মাগরীবের পর) ১০০ বার।
২৩. লা হওলা ওয়ালা ক্যুয়াতা ইল্লাবিল্লাহ। (ফজর ও মাগরীবের পর) ১০০ বার।
২৪. সোবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। (ফজর ও মাগরীবের পর) ১০০ বার।
২৫. দুরুদে ইব্রাহিম। (পাঁচ ওয়াক্ত নামাজের পর) ১০/ ৪০/ ১০০ বার।
২৬. এক হাজার দিনের নেকী লাভের দরুদ : আল্লাহুম্মা রব্বা মুহাম্মাদিন সল্লি আ’লা মুহাম্মাদিও ওয়া
অ’ালা আলি মুহাম্মাদিন ওয়া আযযি¦ মুহাম্মাদান সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মা হুয়া আহালুহু। (ফজর ও মাগরীবের পর) ১০ বার।
২৭ গোনাহ মাফির দরুদ ঃ আল্লাহুম্মা সল্লি আ’লা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আ’লা আলিহি
ওয়া আসহাবিহী ওয়া বারিক ওয়া সাল্লিম। (পাঁচ ওয়াক্ত নামাজের পর) ১০/ ১০০ বার।
২৮. দরুদ ঃ সাল্লাল্লাহু আ’লান নাবিয়্যি মুহাম্মাদ। (পাঁচ ওয়াক্ত নামাজের পর) ১০/১০০ বার।
২৯. জান্নাত লাভের দরুদ ঃ আল্লাহুম্মা ইয়া নুরু তানাওয়ারতা বিন্নুরী ওয়ান্নুরী ফি নুরীকা ইয়া নুরু—- (পাঁচ ওয়াক্ত নামাজের পর) ৩ বার।
৩০. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (কলেমা তৈয়্যেবা) (ফজর ও মাগরীবের পর জিকির) ১০০ বার।