July 13, 2025, 6:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নিহত ওবাইদুলের লাশ আড়াই মাস পর ফেরত দিল বিএসএফ মাগুরার শালিখার হরিশপুর গ্রামে ঘরের ভিতর থেকে গৃহ বধুর রক্তাক্ত লাশ উদ্ধার বাংলাদেশে একদিনে ৩৯১ জনের ডেঙ্গু শনাক্ত ; ১ জনের মৃত্যু মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো ১১ আগস্ট পর্যন্ত মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত সবাই আইনের আওতায় : স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা ; আদালতে ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার করে জবানবন্দি রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালকে সহায়তার শর্তে সাবেক আইজিপি মামুনকে ক্ষমা ঢাকাস্থ খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের  উদ্যোগে ফল উৎসব
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

পাঁচ ওয়াক্ত নামাজের পর আমল

বিভিন্ন সহীহ হাদীস গ্রন্থ থেকে নিম্ন বর্ণিত আমলগুলো নেওয়া হয়েছে।

১. আল্লাহুম্মা আজিরনী মিনান্নার। (ফজর ও মাগরীবের ফরজ নামাজের সালাম ফেরানোর পর পরই) ৭ বার।

২. আয়াতুল কুরসি। (প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর পরই)  ১ বার।

৩. ইসতেগফার :  আসতাগ ফিরুল্লাহাল্লাজী লা-ইলাহা ইল্লা হুয়্যাল হাইয়্যুল ক্বাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। (প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর)  ৩ বার।

৪. লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মূলকু ওয়া লাহুল হামদু ইউহ্য়ী ওয়া ইউমিতু ওয়f হুয়া আ’লা কুল্লি শাইয়্যিন কাদির। (প্রতিদিন ফজরের নামাযের পর)  ১০ বার।

৫. সূরা হাশরের শেষ ৩ আয়াত। (ফজর ও মাগরীবের আগে অথবা পরে)।

৬. সূরা ফাতিহা। (পাঁচ ওয়াক্ত নামাজের পর)  ১ বার।

৭. সূরা এখলাস। (পাঁচ ওয়াক্ত নামাজের পর)  ৩/১০ বার।

৮. সূরা ফালাক্ক (পাঁচ ওয়াক্ত নামাজের পর)  ১ বার।

৯. সূরা নাস (পাঁচ ওয়াক্ত নামাজের পর)  ১ বার।

১০. ওয়াল্লাহু আ’লা কুল্লি শাইয়্যিন কাদির। (ফজর ও মাগরীবের পর) ৩ বার।

১১. আল্লাহুম্মা হাসিবনী হিসাবাই ইয়াসিরা।  (ফজর ও মাগরীবের পর) ৩ বার।

১২. দোয়া ইউনুস।(ফজর ও মাগরীবের পর) ৭ বার ।

১৩. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  (ফজর ও মাগরীবের পর) ৩ বার।

১৪. আল্লাহুম্মা আজিরনী ফি মুছিবাতি ওয়াখলুফনী খাইরাম মিনহা। (ফজর ও মাগরীবের পর)  ৭ বার।

১৫. আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কুবুর। (ফজর ও মাগরীবের পর) ৭ বার।

১৬. আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম। (ফজর ও মাগরীবের পর)  ৭ বার।

১৭. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। (ফজর ও মাগরীবের পর)  ৭ বার।

১৮. আল্লাহম্মাগফিরলিল মু’মিনিনা ও মু’মিনাত (ফজর ও মাগরীবের পর)  ৩ বার।

১৯. লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মূলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়্যিন কাদির। (ফজর ও মাগরীবের পর)  ১০ বার।

২০. আল্লাহু আকবার -১০ বার, সোবহানাল্লাহ-১০ বার, আল্লাহুমাগফিরলি-১০ বার। (পাঁচ ওয়াক্ত নামাজের পর)।

২১. সোবহানাল্লাহ- ১০ বার, আলহামদুলিল্লাহ- ১০ বার,  আল্লাহু আকবার- ১০ বার । (পাঁচ ওয়াক্ত নামাজের পর)।

২২. সোবহানাল্লাহ- ৩৩ বার, আলহামদুলিল্লাহ- ৩৩ বার, আল্লাহু আকবার- ৩৩ বার  পড়ার সাথে সাথেই “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মূলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়্যিন কাদির”- ১ বার  পড়তে হবে।  (পাঁচ ওয়াক্ত নামাজের পর)।

২৩. সোবহানাল্লাহি ওয়া বিহামদিহি। (ফজর ও মাগরীবের পর) ১০০ বার।

২৪. সোবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। (ফজর ও মাগরীবের পর)  ১০০ বার।

২৫. সোবহানাল্লাহি ওয়া বিহামদিহি সোবহানাল্লাহিল আজিম। (ফজর ও মাগরীবের পর)  ১০০ বার।

২৬. লা হওলা ওয়ালা ক্যুয়াতা ইল্লাবিল্লাহ। (ফজর ও মাগরীবের পর)  ১০০ বার।

২৭. সোবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। (ফজর ও মাগরীবের পর)  ১০০ বার।

২৮. দুরুদে ইব্রাহিম। (পাঁচ ওয়াক্ত নামাজের পর)  ১০ বার।

২৯. এক হাজার দিনের নেকী লাভের দরুদ : আল্লাহুম্মা রব্বা মুহাম্মাদিন সল্লি আ’লা মুহাম্মাদিও ওয়া আ’লা আলি মুহাম্মাদিন ওয়া আযযি মুহাম্মাদান সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা মা হুয়া আহালুহু। (ফজর ও মাগরীবের পর)  ১০ বার।

৩০. গোনাহ মাফির দরুদ : আল্লাহুম্মা সল্লি আ’লা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আ’লা আলিহি ওয়া আসহাবিহী ওয়া বারিক ওয়া সাল্লিম।  (পাঁচ ওয়াক্ত নামাজের পর)  ১০/ ১০০ বার।

৩১. দরুদ : সাল্লাল্লাহু আ’লান নাবিয়্যি মুহাম্মাদ।  (পাঁচ ওয়াক্ত নামাজের পর) ১০/১০০ বার।

৩২. জান্নাত লাভের দরুদ : আল্লাহুম্মা ইয়া নুরু তানাওয়ারতা বিন্নুরী ওয়ান্নুরী ফি নুরীকা ইয়া নুরু———- (পাঁচ ওয়াক্ত নামাজের পর)  ৩ বার।

৩৩. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (কলেমা তৈয়্যেবা) (ফজর ও মাগরীবের পর জিকির) ১০০ বার।
 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  


Our Like Page