অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খুলনার রুপসার এলাকার মহাতাব উদ্দিনের মেয়ে নার্গিস আক্তার (২৫) ও যশোরের অভয়নগর উপজেলার ছিদ্দিপাশা গ্রামের মুজিবর পাটোয়ারির মেয়ে জোসনা আক্তার (৩২)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার কালিয়ানি সীমান্ত দিয়ে কয়েকজন নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বিওপির কমান্ডার হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের শিকড়ি গ্রামের মো.সাইফুল্লাহ বাড়িতে অভিযান চালায়। এসময় অবৈধভাবে ভারত যাওয়ার প্রস্তুতিকালে সেখান থেকে দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সদর থানায় মামলা দায়েরসহ সোপর্দ করা হয়েছে।
Leave a Reply