অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানে বলপ্রয়োগের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের মধ্যে গতকাল শনিবার হাজার হাজার বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের রাস্তায় বিক্ষোভ করেছে।
দেশটির মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী এক অভিযান চলাকালে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের গুলিতে এক নারী নিহতের প্রতিবাদে এই বিক্ষোভ হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আয়োজকরা জানিয়েছেন, ‘আইসিই আউট ফর গুড’ মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ১ হাজারেরও বেশি বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। যা ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণ-নির্বাসনের প্রচেষ্টা বাস্তবায়নের বিরুদ্ধে এই বিক্ষোভ।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অভিযানের সময় পুলিশের গুলিতে নিজ গাড়িতে নিহত হন ৩৭ বছর বয়সী রেনি গুড।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিনিয়াপোলিস ও অন্যান্য শহরে।
শনিবার মিনিয়াপোলিসে হাজারো বিক্ষোভকারী ঠান্ডা আবহাওয়া ও তুষারাচ্ছন্ন পরিবেশ থাকা সত্বেও ঘটনাস্থলের কাছে একটি তুষারাবৃত পার্কের দিকে এগিয়ে যায়। তারা মিনেসোটা থেকে ‘আইসিই কে সরিয়ে নেওয়ার দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, ‘এটি হত্যাকাণ্ড এবং আমরা এটি সহ্য করতে পারি না।’
ফিলাডেলফিয়ায়, বিক্ষোভকারীরা বৃষ্টির মধ্যে সিটি হল থেকে আইসিই ফিল্ড অফিস পর্যন্ত মিছিল করে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং বোস্টনে অন্যান্যরা একত্রিত হয়, যেখানে কয়েক ডজন থেকে শত শত বিক্ষোভকারী সমাবেশে অংশ নেয়।
আজ রোববার আরও বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।
‘নো কিংস’ আন্দোলন, বামপন্থী সংগঠনগুলোর একটি নেটওয়ার্ক যারা গত বছর ট্রাম্পের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ করেছে, তাদের দ্বারা প্রতিবাদের ডাক আরও জোরদার করা হয়েছে।