December 21, 2025, 8:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের জনজীবন শীতে স্থবির মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির সঙ্গে তিন বাহিনী প্রধান বৈঠক অনুষ্ঠিত সুদানে নিহত জাতিসংঘ শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা রিপোর্ট থাকলেও আমলে নেওয়া হয়নি : সালাহউদ্দিন আহমদ হাদির হত্যাকারী দেশের বাইরে চলে গেছে কি না এমন নির্ভরযোগ্য তথ্য নেই : পুলিশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ কাটা বন্ধে বডি-ওয়ার্ন ক্যামেরা উদ্বোধন সিরাজগঞ্জে বরের জুতা লুকানো নিয়ে সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট ; ভেঙে গেলো বিয়ে লালমনিরহাট সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন
এইমাত্রপাওয়াঃ

আওয়ামী লীগ নয় ‘খালেদার বিশ্বস্তরাই তারেককে গ্রেফতার করেছিল’ : হুইপ স্বপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, তারেক রহমানকে আওয়ামী লীগ গ্রেফতার করেনি, কোনো নির্যাতন করেনি। তার আপন মামা এবং মামার প্রিয় বন্ধু ও মায়ের বিশ্বস্ত সহকর্মীরা তাকে গ্রেফতার করেছিলেন।

তিনি বলেন, তার মামারাই বলতে পারবেন তাকে (তারেক রহমান) নির্যাতন করা হয়েছে না সংশোধনের জন্য বিজ্ঞানসম্মত থেরাপি দেওয়া হয়েছে। কিন্তু প্রচলিত কথা আছে, কয়লা ধুলে ময়লা যায় না।

বুধবার (১৬ নভেম্বর) কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন বলেন, যে তরুণ ক্ষমতায় বসে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে দেশের প্রধান রাজনৈতিক দলের প্রধানকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার মতো জঘন্য অপরাধ করতে পারে। নিজের দেশের ভাবমূর্তি, অর্থনীতি ও সম্ভাবনা ধ্বংসের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জঙ্গিবাদের মদত দিতে পারে। পৃথিবীর সব বিবেকবান মানুষ বলবেন, সেই তরুণ মানসিকভাবে অসুস্থ, অপ্রকৃতিস্থ, বিকারগ্রস্ত ও রং হেডেড। থেরাপিতে তার সংশোধন হয়নি। বরং প্রবাসে বিশৃঙ্খল জীবনযাপনে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কোন অপ্রকৃতিস্থ, বিকারগ্রস্ত ব্যক্তি জাতির নেতা হতে পারে না।

এসময় তিনি বিএনপিকে অযথা অর্থ ও ঘাম ব্যয় না করে তাদের নেতাকে (তারেক রহমান) উন্নত চিকিৎসা করানোর আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনোয়ার পাশা চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলনের উদ্বোধন করেন জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এতে বক্তব্য দেন- সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, জেলা আওয়ামী লীগ নেতা এম আজিজুর রহমান, অ্যাডভোকেট বদিউল আলম, মাহবুবুল হক মুকুল, মাসেদুল হক রাশেদ, মাহবুবুর রহমান, আলহাজ মকসুদ মিয়া প্রমুখ।

সম্মেলনের ২য় অধিবেশনে আলোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে বিদায়ী সভাপতি প্রবীণ নেতা আলহাজ আনোয়ার পাশা চৌধুরী পুনরায় সভাপতি নির্বাচিত হন। এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা তারেক ওসমান শরীফ মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page