January 31, 2026, 10:52 am
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলার প্রতিবাদে চট্টগ্রামে পৃথক বিক্ষোভ-সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা। মশাল মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মইজ্জ্যারটেক চত্বরে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা।

এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে সোমবার রাতে নগরীর ষোলশহর স্টেশনে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ-সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল নিয়ে মুরাদপুরে যান বিক্ষোভকারীরা।

মইজ্জ্যারটেক চত্বরে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদ ও শ্রমিক  অধিকার পরিষদের সমাবেশে বক্তারা বলেন, যে কোন দেশের কূটনৈতিক মিশন আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত। সেখানে এ ধরনের হামলা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি নয়, বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের ওপরেও বিরূপ প্রভাব ফেলে। এ ঘটনা কেবল আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করবে না বরং উগ্রবাদ ও সহিংসতার বিস্তারকেও উৎসাহিত করবে। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত এবং মিশনের নিরাপত্তা জোরদার করা হোক।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. এমদাদুল হাসান, শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. সেলিম, যুব অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি ইসুফুল আলম রুকন, কর্ণফুলী উপজেলা সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান মির্জা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের তসলিম, সহ-সভাপতি নাজিম উদ্দিনসহ গণ যুব, শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার রাতে নগরীর ষোলশহর স্টেশনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ভারতের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক উস্কানির’ অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠনটির চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির অভিযোগ, “ভারতীয়রা আমাদের কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে। তারা আমাদের মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র করছে।”

সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ভারত শান্তি নষ্ট করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, “কোনো ধরনের ষড়যন্ত্র নতুন বাংলাদেশের যাত্রাকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। যদি কেউ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাদের কঠিন হাতে দমন করা হবে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের দেশ। কিন্তু ভারত বিভিন্নভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদের জন্য আমরা আলিফ ও আবরারকে হারিয়েছি। বাংলাদেশ কতটুকু শান্তিপূর্ণ, তা আমরা দুই দিন আগে প্রমাণ দিয়েছি।

আজকের বাংলা তারিখ



Our Like Page