অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব ধরনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
নিবন্ধিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ কংগ্রেস’র পক্ষে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন দলটির মহাসচিব মো. ইয়ারুল ইসলাম।
আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসি-ইউএনও নিয়োগ না দিয়ে জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দিতে রুল ও নির্দেশনা চাওয়া হয়েছে। আর প্রাথমিক শুনানির পর হাইকোর্ট যদি রুল জারি করেন, তবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সমস্ত কার্যক্রম স্থগিত করেন তা রিটে চাওয়া হয়েছে।