অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী রোববার থেকে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু করবে সরকার। এবছর ৩ টাকা করে বাড়িয়ে প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা ও ধান ৩৩ টাকায় সংগ্রহ করা হবে।
আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার খাদ্য উপদেষ্টা জানান, আমন ধান বাজারে আসলে চালের বাজারমূল্য কমে আসবে। ধান সংগ্রহে কোন সিন্ডিকেট বরদাশত না করার কথাও জানিয়েছেন তিনি।
অন্যান্য নিত্যপণ্যের মতো নিয়মিতভাবে বেড়েই চলছে চালের দাম। কারণ হিসেবে সিন্ডিকেটের কথা বলা হলেও কার্যত কোন সমাধান নেই। তাই ধান সংগ্রহে সিন্ডিকেট নিয়ে এবার সতর্ক করলেন খাদ্য উপদেষ্টা।
এবছর ৩ টাকা করে বাড়িয়ে প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা ও ধান ৩৩ টাকায় সংগ্রহ করা হবে। এর মধ্যে সাড়ে ৩ লাখ টন ধান ও সাড়ে ৫ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে।
Leave a Reply