অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেট্রো রেলের টিএসসি ও বিজয় স্বরণী স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর। প্রবেশ ও বের হওয়ার পথ তৈরীর কাজ শেষ হলে তিন মাসের মধেই ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন জনসাধারণের চলাচলে উন্মুক্ত করা হবে।
মেট্রো এখন মতিঝিল-উত্তরা নিয়মিত চলাচল করছে। এবার বাকি, ৪টি স্টেশনের দুটি চালু করা হচ্ছে। বাকি স্টেশন দুটি জানুয়ারির শেষের দিকে চালুর কথা থাকলেও বাড়তি কাজ করে সময় এগিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
তবে, বর্তমানে যে অর্ধবেলা, মতিঝিল আগারগাঁও চলছে, সে সময়সূচি অপরিবর্তীত থাকবে। সব স্টেশন চালুর পর, পর্যায়ক্রমে সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে, কর্তৃপক্ষের।
সংবাদ সম্মেলনেঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. সিদ্দিকি জানান কারিগরি দিক ঠিক রেখেই স্টেশনগুলো চালু করা হচ্ছে। সেক্ষেত্রে, কিছুটা বাড়তি সময় লাগছে বলেও জানান তিনি।
শুরু থেকে এ পর্যন্ত ১ কোটি ৫১ লাখ যাত্রী মেট্রোতে চলাচল করেছেন। সে হিসেবে প্রতিমাসে গড়ে ১ লাখের ওপর যাত্রী যাতায়াত করেছে মেট্রোয়।
Leave a Reply