ডানে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী – বামে: মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরোধিতায় ইরান ও মালয়েশিয়ার অবস্থান অভিন্ন ।
বুধবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতোক সেরি উতামা হাজি বিন মুহাম্মদ হাজি হাসানকে মেহমানদারি করেছেন। পার্সটুডে-র মতে, এই বৈঠকে ইরান ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেছেন, মুসলিম বিশ্বের দুটি প্রধান দেশ হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মালয়েশিয়া ফিলিস্তিনকে সমর্থন করার এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির জন্য যেকোনো চাপিয়ে দেওয়া পরিকল্পনা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে অভিন্ন অবস্থান রয়েছে।
ফরাসি সিনেটের সাথে সম্পর্ক স্থগিত করেছে আলজেরিয়ার পার্লামেন্ট : আলজেরিয়ার পার্লামেন্ট এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ফরাসি সিনেটের সাথে সকল সম্পর্ক অবিলম্বে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ২০১৫ সালে দুই চেম্বারের মধ্যে স্বাক্ষরিত সংসদীয় সহযোগিতা প্রোটোকলও রয়েছে। সোমবার ফরাসি সিনেটের সভাপতি জেরার্ড লার্চার পশ্চিম সাহারা অঞ্চলের লিওঁ শহর পরিদর্শনের পর এই পদক্ষেপ নেওয়া হল।
জি–৭ শীর্ষ সম্মেলন থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করার দাবি কানাডার নিউ ডেমোক্র্যাটিক পার্টির : কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং বুধবার মন্ট্রিল কাউন্সিল অন ফরেন রিলেশনসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশে আসন্ন জি-সেভেন সম্মেলনে যোগদান থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। ২০২৫ সালে কানাডা বার্ষিক জি-সেভেন নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
Leave a Reply