অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ জটিল রোগে ভুগছেন বলে কয়েক বছর ধরে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত খবরে বলা হয় যে, পুতিন পারকিনসন্স ও ক্যান্সারে ভুগছেন। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের দাবিকে নাকচ করে দিয়েছে ক্রেমলিন। এবার নিউইয়র্ক পোস্ট নতুন এক সংবাদ প্রকাশ করে বলেছে, পুতিন কিছুদিন আগে মস্কোতে তার সরকারি বাসভবনে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান। একই ধরনের একটি সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান।
নিউইয়র্ক পোস্ট পুতিনের নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, পুতিন সিঁড়ি থেকে পাঁচ ধাপ নিচে পড়ে গিয়ে মলত্যাগও করেছেন। এ ঘটনায় মেরুদণ্ডে বেশ আঘাত পান ৭০ বছর বয়সী পুতিন। টেলিগ্রাম চ্যানেল সূত্র বলছে, পুতিনের পাকস্থলী ও অন্ত্র ক্যান্সারে আক্রান্ত হওয়ায় পড়ে গিয়ে আঘাত পাওয়ার পরে তিনি মলত্যাগ করে ফেলেন।
দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর তার দেহরক্ষীরা দ্রুত তাকে ধরে পাশের সোফায় নিয়ে গিয়ে শোয়ান। এর কিছুক্ষণ পরই তার ব্যক্তিগত চিকিৎসক এসে তাকে দেখেন। পুতিনের অসুস্থতা নিয়ে মার্কিন গণমাধ্যমগুলো অনেক দিন ধরে যে দাবি করে আসছিল সাম্প্রতিক খবর তার সত্যতা নিশ্চিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত মাসে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের সঙ্গে বৈঠক চলাকালে পুতিনের হাত কাঁপছিল ও ফ্যাকাশে দেখাচ্ছিল। রাশিয়ার নেতাকে ওই বৈঠক চলাকালে অস্বস্তিকরভাবে পা নাড়াতে দেখা গেছে। এর আগে ক্রেমলিনে বেলারুশের প্রেসিডেন্ট
আলেক্সান্ডার লুকাশেঙ্কের সঙ্গে এক বৈঠকের ভিডিওতে দেখা যায়, পুতিনের হাত ভয়ংকরভাবে কাঁপছে। গত এপ্রিলে মস্কোতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে হাঁটার সময় পুতিনের শরীর অস্বাভাবিক বাঁকানো ও শিথিল দেখা গেছে।
সাবেক এক ব্রিটিশ গুপ্তচর কিছুদিন আগে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ‘গুরুতর অসুস্থ’। ইউক্রেনে যা ঘটছে, তাতে পুতিনের অসুস্থতা প্রভাব ফেলছে। পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে ‘পুতিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ও খুব অসুস্থ।’ তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলেও ওই সূত্রটি জানায়।
Leave a Reply