অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার প্রযুক্তি মোঘল মেটার (ফেসবুক) তৃতীয় পক্ষ ফ্যাক্ট চেকিং কার্যক্রম আমেরিকাতে বাদ দেওয়া সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।
ফ্যাক্ট চেকিং বাদ দেওয়া বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমি মনে করি এটা আসলেই লজ্জাজনক’।
‘একটা অসত্য বিষয় তারা প্রিন্ট হতে দেবে এবং লাখ লাখ লক্ষ মানুষ তা দেখবে ও পড়বে।’ উল্লেখ করে প্রসিডেন্ট বাইডেন আরো বলেন, এ ধরনের বিষয় আমেরিকার সাথে যায় না। আমরা সত্য উপস্থাপন করতে চাই।
বুধবার ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জুকারবার্গ বলেন, তিনি আমেরিকাতে ফেসবুকের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
জুকারবার্গ আরো বলেন, ফ্যাক্ট চেকাররা খুব বেশিমাত্রায় রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। বিকল্প হিসেবে ইলন মাস্কের এক্স এর মত ফেসবুক এবং ইন্সটাগ্রাম কমিউনিটি নোট নেবে। ।
ফেসবুকের ফ্যাক্ট চেকিং প্রোগামে সংবাদ সংস্থা এএফপি পৃথিবীব্যাপি ছাব্বিশটি ভাষায় বর্তমানে কাজ করছে।
Leave a Reply