অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মনটেরি পার্কের একটি ড্যান্স ক্লাবে বন্দুক হামলায় ১০ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী রয়েছে।
বন্দুক সহিংসতায় এই হতাহতের এক পর্যায়ে একটি সাদা মাইক্রোবাসকে কেন্দ্র করে রহস্য দানা বাধে। ধারণা করা হচ্ছিল, এই গাড়ির মধ্যেই রয়েছে সন্দেহভাজন হামলাকারী। এ অবস্থায় সোয়াট সদস্যদের দুটি গাড়ি ওই মাইক্রোবাস ঘিরে ধরে এবং দীর্ঘ সময় নিয়ে তাতে অভিযান চালায়। এসময় গাড়ির ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি সন্দেহভাজন হামলাকারীর মরদেহ। স্থানীয় গণমাধ্যম বলছে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন গাড়িটি ঘিরে ফেলেন, তখন সেটির চালক গুলি চালিয়ে আত্মহত্যা করে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানান, নিহত ব্যক্তির নাম হু কান ত্রান। বয়স ৭২ বছর। সাদা রঙের কার্গো গাড়িটির ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে, গণ-গুলিবর্ষণের ঘটনায় এই ব্যক্তি জড়িত ছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ড্যান্স ক্লাবের বলরুমে নাচের একটি অনুষ্ঠানস্থলে এই হামলা হয়। এ সময় চীনা নববর্ষ উদযাপন উপলক্ষে মনটেরি পার্কে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন।
চলতি বছরের ২২ দিনে অন্তত ছয়টি এ ধরনের গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ২০২২ সালে আমেরিকাজুড়ে ৬১৭টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটে যাতে মারা গেছে অন্তত ৪০ হাজার মানুষ। ২০১৮ সালে বন্দুক সহিংসতার ঘটনা আর্কাইভ করা শুরু হয়। সে বছরে ৩৩৬টি গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটে। সে তুলনায় সদ্য বিদায়ী ২০২২ সালে বন্দুক সহিংসতা হয়েছে প্রায় দ্বিগুণ।
Leave a Reply