অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের মার্কিন অভিযোগ নাকচ করে দিয়েছে।
রাশিয়া টুডে’র ওয়েবসাইট মারিয়া জাখারোভার বরাত দিয়ে আজ এ তথ্য জানিয়েছে। জাখারোভা বলেছেন তার দেশ কোনোভাবেই আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করছে না। বরং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করছেন বলে তিনি মন্তব্য করেন।
মারিয়া জাখারোভা আরও বলেন: আমেরিকার জনজীবনের স্বাভাবিকতায় কেউ যদি বিঘ্ন সুষ্টি করে থাকে সে হলো ট্রাম্প। তিনিই মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন বলে জাখারোভা দৃঢ়তার সঙ্গে দাবি করেন।
মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে অনুষ্ঠিত হবে আজ। বর্তমানে উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
আমেরিকার মধ্যবর্তী নির্বাচন চলাকালে রাজনৈতিক সহিংসতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে হুমকির ব্যাপারে উদ্বেগ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী গণতন্ত্রের পতাকাবাহী হিসেবে দাবী করা আমেরিকার নির্বাচন নিয়ে একটি মতামত জরিপ চালিয়েছে এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্ট। জরিপের ফলাফলে দেখা গেছে প্রতি ১০ জনের মধ্যে ৯ জন অর্থাৎ ৮৮ শতাংশ মার্কিন নাগরিক আমেরিকায় রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বেড়ে যাবার শঙ্কায় উদ্বিগ্ন।
Leave a Reply