27 Feb 2025, 03:29 am

আমেরিকার হার্ভার্ড কেনেডি স্কুলে বাংলাদেশের অগ্রগতির গল্প বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন

নিজস্ব প্রতিবেদকঃ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে রয়েছে।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির হার্ভার্ড কেনেডি স্কুলের অ্যাশ সেন্টার আয়োজিত ‘বাংলাদেশ : অ্যাচিভমেন্টস, চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

ড. মোমেন দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তরের পাশাপাশি বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামো উন্নয়নসহ অর্থনৈতিক ও উন্নয়নমূলক দৃশ্যপটে দেশের অভূতপূর্ব অগ্রগতির ওপর জোর দেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে ‘সোনার বাংলায়’ পরিণত করার জন্য সরকারের দৃঢ় প্রতিশ্রুতি এবং কৌশলের কথা পুনর্ব্যক্ত করেন।

মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের কৃতিত্ব দেন। তিনি একটি স্থিতিশীল অর্থনীতি এবং বিনিয়োগের গন্তব্যে বাংলাদেশের বিকশিত হওয়ার সাফল্যের গল্প তুলে ধরেন। তিনি উন্নয়নের রোডম্যাপে স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ভূমিকার ওপর জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এ অঞ্চলে এবং এর বাহিরে ভূ-রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে কথা বলেন। আলোচনায় তিনি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা, মহামারির পাশাপাশি বৈশ্বিক রাজনৈতিক, আর্থিক, অর্থনৈতিক ও নিরাপত্তা অনিশ্চয়তার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার ওপরও আলোকপাত করেন।

আলোচনা অনুষ্ঠানে কেনেডি স্কুলের নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অ্যাশ সেন্টারের আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক এবং হার্ভার্ড কেনেডি স্কুলের রাজাওয়ালি ফাউন্ডেশন ইনস্টিটিউট ফর এশিয়ার পরিচালক অ্যাথনি সাইচ স্বাগত বক্তব্য দেন।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সমাপনী বক্তব্য দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ সরকার এবং অ্যাশ সেন্টারের মধ্যে সহযোগিতা আগামী দিনে আরও সুসংহত হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *