July 31, 2025, 8:34 am
শিরোনামঃ
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মহেশপুরে বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের স্মারকলিপি প্রদান ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মানবপাচার দিবস উপলক্ষে মতবিনিময় সভা ঝিনাইদহে ত্রিশ গ্রামের দশ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে ; বিএডিসির খাল এখন কৃষকের মরণ ফাঁদ তাবলিগ জামাতের দুই পক্ষের সমস্যা মেটাতে কমিটি গঠন : ধর্ম উপদেষ্টা  ৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি আওয়ামী লীগ এমপির কাছ থেকেও ৫ কোটি টাকার চাঁদা নিয়েছে আটক রিয়াদ ও তার দল একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নাচ-গানের অনুমতি দিলেন ইসরায়েলি মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে গান ও নাচের অনুমতি দিয়েছেন। সম্প্রতি অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র এ স্থান পরিদর্শনের সময় তিনি এই নির্দেশনা দেন।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলোর এক প্রতিবেদনে ইসরায়েলি চ্যানেল সেভেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বেন-গভিরের নতুন নীতির আওতায় এবারই প্রথমবারের মতো ইহুদি দর্শনার্থীদের পবিত্র স্থানে প্রকাশ্যে ধর্মীয় সঙ্গীত ও নৃত্যের অনুমতি দেওয়া হলো।

ইসরায়েলের উগ্র ডানপন্থী ‘জিউইশ পাওয়ার’ পার্টির প্রধান বেন-গভির বর্তমানে পুলিশ বাহিনীর দায়িত্বেও রয়েছেন। চ্যানেল সেভেন জানিয়েছে, তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন আল-আকসা মসজিদ প্রাঙ্গণের পুরো এলাকাজুড়ে ইহুদি প্রার্থনা, গান এবং অন্যান্য ধর্মীয় আচারের অনুমতি দিতে। পুলিশ কমিশনার কোবি শাবতাই ইতোমধ্যে এই নির্দেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানানো হয়েছে।

আনাদুলোর প্রতিবেদনে আরও বলা হয়, তিন সপ্তাহ আগে বেন-গভির তার কার্যালয়ে আল-আকসা প্রাঙ্গণে ইহুদি প্রবেশাধিকারের পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠীর নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশগ্রহণকারীরা উন্মুক্ত স্থানে ইহুদি ধর্মীয় অনুশীলনের সুযোগ আরও সম্প্রসারণের প্রস্তাব দেন।

সেই বৈঠকে বেন-গভির জানান, ‘আমার নীতিই হলো পুরো প্রাঙ্গণে গান গাওয়ার অধিকার দেওয়া।’ তবে এ বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

২০২২ সালের শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর থেকে বেন-গভির আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের নিয়ম লঙ্ঘনের প্রবণতা আরও বাড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে মসজিদের ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

উল্লেখ্য, আল-আকসা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। অন্যদিকে, ইহুদিরা এটি ‘টেম্পল মাউন্ট’ হিসেবে দাবি করে, যেখানে তাদের মতে একসময় দুটি প্রাচীন মন্দির ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল, এবং ১৯৮০ সালে পুরো শহরকে নিজেদের অংশ ঘোষণা করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তা স্বীকৃতি দেয়নি।

২০০৩ সাল থেকে ইসরায়েল সরকার শুক্র ও শনিবার বাদে প্রতিদিনই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রবেশাধিকার দিয়ে আসছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page