এম এ কবীর, ঝিনাইদহ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ঝিনাইদহের সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
সোমবার (৭ আগষ্ট) বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিং এ জেলা প্রশাসক লিখিত বক্তব্যে বলেন, আগামী ৯ আগষ্ট প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় সংযুক্ত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সংসদ সদস্যবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, পৌর সভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং উপকারভোগীরা।
অনুষ্ঠানে উপকারভোগীদের জমির কবুলিয়াত, খারিজ খতিয়ান ও সনদসহ ফোল্ডার হস্তান্তর করা হবে। “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’’ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ জেলায় এ পর্যায়ে ১২২ টি পরিবারকে ২ একর ৪৬ শতক খাস জমি বন্দোবস্ত দেয়া হবে যার বাজার মূল্য ৩ কোটি টাকা। ওই দিনই প্রধানমন্ত্রী ঝিনাইদহ সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।
উল্লেখ্য গত ২১ জুলাই ২০২২ তারিখে জেলার হরিণাকুন্ডু উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর ,সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্মসম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক এস এম রবি এবং নির্বাহী সদস্য এইচ এম ইমরান।
জেলা প্রশাসক বলেন, ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারী তৎকালীন নোয়াখালী বর্তমানে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামে ভূমিহীন-গৃহহীন, অসহায় ছিন্নমূল মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Leave a Reply