অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন ইউক্রেনে অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। জার্মানির মানস্টার শহরে জি-সেভেন এর পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী বৈঠক শেষে প্রকাশ করা যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, রাসায়নিক, জীবাণু অথবা পরমাণু অস্ত্রের যেকোনো ধরনের ব্যবহারের বিষয়ে রাশিয়া ভয়াবহ পরিণতি ভোগ করবে। জি-সেভেনভুক্ত সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে- আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং জাপান।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “তেজস্ক্রিয়তাসম্পন্ন ডার্টি বোমা ব্যবহারের জন্য ইউক্রেন প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া যে মিথ্যা অভিযোগ করছে আমরা তা প্রত্যাখ্যান করছি।”
রাশিয়া এবং ইউক্রেন গত কিছুদিন ধরে পরস্পরের বিরুদ্ধে ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে অভিযোগ করেছে। পরমাণু বোমার মতো এই বোমার ভয়াবহ ধ্বংস-ক্ষমতা নেই তবে পরমাণু তেজস্ক্রিয়তা ছড়াতে পারে।
জি-সেভেন দাবি করেছে, ডার্টি বোমা ব্যবহারের পরিকল্পনা নিয়ে রাশিয়া অভিযোগ তোলার পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ তদন্ত করে নিশ্চিত হয়েছে যে, মস্কোর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইউক্রেনের এই স্বচ্ছতার জন্য আমরা প্রশংসা করি। জি-সেভেনের বিবৃতিতে রাশিয়াকে অভিযুক্ত করে বলা হয়েছে, পরমাণু অস্ত্রের ব্যবহার সম্পর্কে মস্কো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলছে।
Leave a Reply