অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ইউক্রেনে এমন শান্তির বিরুদ্ধে সতর্ক করেছেন যা ‘আত্মসমর্পণের’ সমান হবে। শুক্রবার প্রকাশিত ফিনান্সিয়াল টাইমস (এফটি)-এর সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন ‘আত্মসমর্পণের মতো শান্তি’ ‘সকলের জন্য খারাপ খবর।’
প্যারিস থেকে এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইউক্রেন নিয়ে আলোচনার ঘটনায় ন্যাটো মিত্রদের মধ্যে উদ্বেগের পরপরই তিনি এ বক্তব্য দেন।
ট্রাম্প বৃহস্পতিবার আলোচনা শুরু করার পরিকল্পনা ঘোষণা করে বলেন, তিনি মনে করেন পুতিন ইউক্রেনে ‘শান্তি চান।’
ম্যাঁক্রো এফটিকে বলেন, ভূখণ্ড এবং সার্বভৌমত্বের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা ইউক্রেনের ওপর নির্ভর করবে তবে আঞ্চলিক নিরাপত্তায় ইউরোপের ভূমিকা রয়েছে।
তিনি বলেন, ‘ইউরোপীয়দের সুনির্দিষ্ট ভূমিকা কি হবে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর নির্ভর করে, তবে তারা নিরাপত্তা গ্যারান্টি এবং আরও বিস্তৃতভাবে বলতে গেলে, সমগ্র অঞ্চলের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করবে। সেখানেই আমাদের ভূমিকা পালন করতে হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জার্মানিতে একটি নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে দেখা করতে চলেছেন। কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা আশঙ্কা করছে ওয়াশিংটন ও মস্কো তাদের উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধের মীমাংসা করবে।
Leave a Reply