অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেন নিজ ভূখণ্ডে পরমাণু হামলা চালিয়ে মস্কোর ওপর দোষ চাপানোর নাটক সাজাতে পারে; এ ধরনের একটি পরিকল্পনা নিয়েছে কিয়েভ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কিয়েভের পক্ষ থেকে বিরাট আকারের উসকানিমূলক পরিকল্পনা নেয়া হয়েছে। রুশ মন্ত্রণালয় বলেছে, হামলার নাটক মঞ্চস্থ করার জন্য যে তেজস্ক্রিয় পদার্থ প্রয়োজন ইউরোপের একটি দেশ থেকে তা এরইমধ্যে ইউক্রেনে নেয়া হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই উসকানির মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীকে নির্বিচারে বিপজ্জনক তেজস্ক্রিয় হামলার জন্য দায়ী করা। এর আগেও রাশিয়া বেশ কয়েকবার ইউক্রেনের বিরুদ্ধে এই ধরনের পরমাণু হামলার নাটক সাজানোর পরিকল্পনার অভিযোগ এনেছে।
অক্টোবর মাসে রাশিয়ার রেডিয়েশন, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রোটেকশন ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ বলেছিলেন, ইউক্রেনের দুটো সংস্থা ডার্টি বোম্ব তৈরির বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা পেয়েছে এবং তাদের কর্মকাণ্ড শেষ পর্যায়ে রয়েছে। ইউক্রেন এই ডার্টি বোম্ব ব্যবহার করে রাশিয়াকে দোষারোপ করবে এবং বিশ্বে রুশ-বিরোধী শক্তিশালী প্রচারণা চালাবে যে, রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালিয়েছে। এর দুইদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের কথা বলেছিলেন।
Leave a Reply