অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ২০২২ সালে শুরু-হওয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বের ভূ-রাজনৈতিক ক্ষেত্রে এনেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
ইউক্রেন যুদ্ধ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে নানা প্রভাব ফেলার পাশাপাশি অস্ত্র-ব্যবসা ও সামরিক রপ্তানি খাতেও সৃষ্টি করেছে ব্যাপক চাহিদা। বিশেষ করে মার্কিন অস্ত্র কোম্পানিগুলো এ যুদ্ধের কারণে বিপুল মুনাফার অধিকারী হয়েছে।
অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সাজ-সরঞ্জামের চাহিদা বৃদ্ধি
ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন সরকার সব সময়ই অস্ত্র যুগিয়ে এসেছে কিয়েভকে। অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সাজ-সরঞ্জামের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন সরকার ইউক্রেনকে অনেক উন্নত অস্ত্র দিয়ে আসছে। এইসব অস্ত্র সাহায্যের মধ্যে রয়েছে বিমান, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, সাঁজোয়া যান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা ও আধা-হালকা অস্ত্র এবং অন্যান্য উন্নত সামরিক গোলাবারুদ ও সরঞ্জাম সহ বিভিন্ন ধরণের অস্ত্র।