অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামীকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে রুশ আগ্রাসন কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে আলোচনার হতে পারে বলে আশা করা হচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের অবসান ঘটাতে, ট্রাম্পের সর্বোচ্চ সমঝোতার প্রচেষ্টার মধ্যে নতুন শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া আগ্রাসন শুরু করার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
সাম্প্রতিক এক শান্তি উদ্যোগে ২০ দফা একটি প্রস্তাব সামনে এসেছে, যেখানে বর্তমান ফ্রন্টলাইন স্থগিত রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে পূর্বাঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে, যেখানে নিরস্ত্রীকৃত বাফার জোন গঠনের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে এই প্রস্তাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে যুদ্ধ পরিস্থিতিতে সাময়িক স্থিতাবস্থা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রস্তাবে ইউক্রেনীয় নেতার আঞ্চলিক ছাড়ের সম্ভাবনা স্বীকার করাটাই ছিল সবচেয়ে স্পষ্ট।
গত মাসে ওয়াশিংটন কর্তৃক পেশ করা প্রাথমিক ২৮-দফা প্রস্তাবের চেয়ে কিয়েভের কাছে এই পরিকল্পনাটি বেশি গ্রহণযোগ্য ছিল, কারণ আগের সেই প্রস্তাবটি রাশিয়ার অনেক মূল দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।
মস্কো এখনো সর্বশেষ প্রস্তাবটির প্রতি কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে তারা ইঙ্গিত দিয়েছে যে তাদের মূল দাবিগুলোতে কোনো ধরনের ছাড় দেবে না।
গতকাল শুক্রবার সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমার মনে হয় রোববার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক হবে।’
পরে তার দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যে রোববার ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
এই রাজ্যে ট্রাম্পের একটি বাড়ি রয়েছে।