December 16, 2025, 7:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস পালিত মাগুরার হাজরাপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  মহান বিজয় দিবসে ফুলে ফুলে ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ মহান বিজয় দিবসে পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন গোলাম আজম যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তবে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় : মির্জা আব্বাস নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ বিজয় দিবস উপলক্ষে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত ৩ যুদ্ধজাহাজ বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী : জামায়াত প্রার্থী আমির হামজা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন সেনার গুলিতে রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণে খেরসনের পরে এখন গোলাগুলি হচ্ছে পূর্ব সীমান্তের ডোনেটস্কে। ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সেনাবাহিনীর হাত থেকে দখলকৃত অঞ্চলগুলো কেড়ে নেওয়ার জন্য একটি নতুন অভিযান শুরু করেছে। এ হামলায় আহত হয়েছেন সাবেক রুশ উপ-প্রধানমন্ত্রী। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ভোলোদিমির জেলেনস্কির বাহিনী বুধবার (২১ ডিসেম্বর) ডোনেটস্ক পুনরুদ্ধারে অভিযান শুরু করে। সেখানে ইউক্রেন সেনাবাহিনীর গোলাবর্ষণে রুশ প্রশাসনের দুই উচ্চপদস্থ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম উপদেষ্টা এবং সে দেশের সাবেক উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন ডোনেটস্কের একটি হোটেলে বৈঠক করছিলেন। এমন সময় হঠাৎ ইউক্রেন সেনাবাহিনীর শেল আছড়ে পড়ে। এতে মস্কো কর্তৃক স্বীকৃত সার্বভৌম ডোনেটস্ক পিপলস রিপাবলিকের প্রধান প্রশাসক রোগজিন ও ভিটালি খোতসেনকো গুরুতর আহত হয়েছেন।

বুধবার জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র ও সহায়তার জন্য আন্তর্জাতিক বিশ্বের কাছে আবেদন জানাতে আমেরিকা সফরে গিয়েছিলেন। তার অনুপস্থিতিতে ইউক্রেনের সেনাবাহিনীর পশ্চাদপসরণ সামরিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ। সাবেক উপ-প্রধানমন্ত্রী রোগোজিন রাশিয়ার অধিকৃত ডোনেটস্ক অঞ্চলের সামরিক উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আগে, পুতিন রাশিয়ান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ডোনেটস্ক এবং লুহানস্ক (একত্রে ডনবাস নামে পরিচিত) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। গত কয়েক বছর ধরে মস্কোপন্থী সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী সেখানে সক্রিয় রয়েছে।

তবে মস্কো এখনও ডনবাসে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। সেপ্টেম্বরের শুরুতে, পুতিনের সরকার গণভোটের মাধ্যমে ইউক্রেনের ডনবাস, সেইসঙ্গে জাপোরিজিয়া ও খেরসন দখলকৃত অঞ্চলগুলোকে সংযুক্ত করার ঘোষণা দেয়।

মস্কোর দাবি, ইউক্রেনের ১৫ শতাংশ জুড়ে থাকা এই চারটি অঞ্চলের ৮০ শতাংশেরও বেশি বাসিন্দারা রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে ভোট দিয়েছেন। ২০১৪ সালে রাশিয়া অনুরূপ গণভোটের মাধ্যমে দক্ষিণ ইউক্রেনের ক্রিমিয়া দখল করে।

কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে। ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র প্রতিশোধের কারণে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাশিয়ান সেনাবাহিনী খেরসন থেকে পিছু হটে। এবার কি ডোনেটস্কের পালা?

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page