অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ৪৩ ইউরোপিয়ানের ভিনটেজ কার র্যালীটি (শোভাযাত্রা) বেনাপোল দিয়ে ভারতে ফিরে গেছে। শত বছরের পুরোনো বিভিন্ন মডেলের ১৬টি কার ও দুটি মোটরসাইকেল নিয়ে এই র্যালি শুরু হয়। ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ইস্ট হিমালয় ক্লাসিক্যাল কার র্যালি শীর্ষক এ র্যালির যাত্রা শুরু হয়।
বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, ইংল্যান্ড, হলান্ড, পর্তুগাল ও সাউথ আফ্রিকার ৩৪ পর্যটক ৯ সাপোর্ট স্টাফ নিয়ে এ র্যালিতে অংশ নিয়েছেন। তারা ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে তারা গাজীপুরের সারাহ রিসোর্টে পৌঁছান। বাংলাদেশের কয়েকটি জেলা পরিদর্শন করে ছয়দিন পর তারা ভারতে ফিরে গেলেন।
প্রতিবছর তারা এই অ্যাডভেঞ্চার আনন্দ শোভাযাত্রা করে থাকেন বলে জানা গেছে।
Leave a Reply