ইবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।
জানা যায়, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মসজিদে বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে রাত ১২ টা এক মিনিটে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহিদ স্মৃতিসৌধ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।
এছাড়া বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ১০টায় প্রশাসন ভবন এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ। পরে প্রশাসন ভবন থেকে শোকর্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে এসে সমবেত হবে। শোকর্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো পর্যায়ক্রমে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। পরে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর সকাল দশটায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, আনন্দের প্রতীক বেলুন উড়ানো, শোভাযাত্রা, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণসহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ও জিমনেশিয়ামে প্রীতি ভলিবল এবং পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এসময় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসন ভবন, মুক্ত বাংলা ও উপাচার্যের বাসভবন আলোকসজ্জা করা হবে।
Leave a Reply